চেতনা


দেয়ালে ঠেকেছে বেদনা লেগেছে চেতনা উঠেছে জেগে,
সত্য বলায় রশি গলায় প্রতিনিধি গিয়েছে রেগে!
জনতা ক্ষেপেছে স্লোগান তুলেছে কাঁদছে মাতৃভূমি,
ঝরছে রক্ত ধরা বিভক্ত এখনো ঘুমাও তুমি?

হয়েছে জানা করনা মানা শুনবেনা কেউ বারণ,
আইন কানুন বলছি শুনুন বদলে ফেলেছে ধরণ!
আজ এ দিনে মিথ্যা বীনে টিকে থাকা বেশ দায়,
ঈমান ছেঁচে আমল বেঁচে সুদ ঘুষ কিনে খায়!

করে অনিষ্ট হয়ে অতিষ্ঠ পিষ্ঠ জীবন চাকায়,
জীবনি শক্তি প্রানের ভক্তি লজ্জাতে আজ লুকায়।
আছে যতজন সুপ্রিয় স্বজন কাছেতে কিংবা দূরে,
একটা সময় সব পর হয় কেঁদে বেদনার সুরে!

মামু খালু আর নোটের জোরে চাকরি করছ বেশ,
মেধা যোগ্যতা নিষ্ঠাবানেরা তিলে তিলে আজ শেষ।
অলি গলি ঘুরে ভিক্ষা করে গড়েছে রঙের মহল,
নেতা নেত্রীর পেট ফুলেছে খাশ জমি করে দখল!

সততা পুঁজি বুকে ধরে ওরা খেয়ে না খেয়ে মরে,
দুধওয়ালা ঘোরে দ্বারে দ্বারে আর মদওয়ালা বেঁচে ঘরে!
দেয়ালে ঠেকেছে বেদনা লেগেছে অনুভবে যন্ত্রনা,
কার পায় পড়ে কে জাগাবে ভান ধরা চেতনা?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. এইচ এম শরীফ : ১৫-১১-২০১৯ | ১:৩৬ |

    সুন্দর লিখেছেন কবি। শুভেচ্ছা জানাই আপনাকে।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৫-১১-২০১৯ | ১২:০৭ |

      আন্তরিক ধন্যবাদ আর অফুরান ভালোবাসা জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  2. নিতাই বাবু : ১৫-১১-২০১৯ | ১০:০৭ |

    আজ এ দিনে মিথ্যা বীনে টিকে থাকা বেশ দায়,
    ঈমান ছেঁচে আমল বেঁচে সুদ ঘুষ কিনে খায়!

    কবির কবিতার মতো এমনই হচ্ছে, চলছে। যে যেভাবে পারে সেভাবেই কামি নিচ্ছে। 

    কবিকে শুভেচ্ছা।    

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৫-১১-২০১৯ | ১২:০৮ |

      আন্তরিক ধন্যবাদ আর অফুরান ভালোবাসা জানবেন প্রিয়জন। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...