কান্না!

কেউ কেঁদেছে সঙ্গী খুঁজে কেউবা আবার ঘর,
এক বিছানায় শুয়ে কেহ চিরদিনের পর!
চিরসুখী হেসেছে কেউ একলা একা থেকে,
অঝোর ধারায় কেঁদেছে কেউ সঙ্গী পাশে রেখে!

দুই দেহ এক প্রাণ হয়েও দেয়াল কিসের রয়?
হাসির নীচে চাপা কান্না কার কাছে কে কয়!
স্বজন সাথী শুভাকাঙ্ক্ষী শুন্য তবু ঘর,
ধনের মাঝে জনের মাঝেও তৃষ্ণার্ত অন্তর!

অসংখ্য আপনের মাঝে থেকেও একলা একা,
মুখে নিয়ে সোনার চামচ দুখের বলিরেখা!
আপন আপন চারিদিকে আপন কেহ নয়,
যার কারনে রক্তক্ষরণ সেইতো দূরে রয়!

চারিদিকে সবাই আছে কেউ তবুও নেই,
যার অপেক্ষায় বসে থাকা পরতো স্বয়ং সেই!
যাকে ভালোবেসে আপন প্রাণকে সপে দেয়,
সওয়া কঠিন সে যদি গো অন্য কারো হয়!

বুকের মাঝে আগলে রেখেও আপন হওয়া দায়,
কার কোলে কে মাথা রেখে কাকে ভেবে যায়!
কেউ পেয়েছে মনের মানুষ পায়নি খুঁজে ঘর,
অট্টালিকায় শুয়েও কারো কেঁদেছে অন্তর!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৯-২০১৯ | ১৬:৪৭ |

    এই হচ্ছে আমাদের বাস্তবতা। আপনাকে ধন্যবাদ কবি মি. নূর ইমাম শেখ বাবু।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৯-০৯-২০১৯ | ১০:৫৮ |

      অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়। দোয়া করবেন। ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ২৮-০৯-২০১৯ | ২০:০৪ |

    আজকের লেখাটি একটি কঠিন মনে হলো। অন্যান্য পদ্যের মতো অতো সহজ নয়। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৯-০৯-২০১৯ | ১০:৫৯ |

      অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়।

      দোয়া করবেন। ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  3. সাজিয়া আফরিন : ২৮-০৯-২০১৯ | ২৩:০১ |

    জীবনের আলাপন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৯-০৯-২০১৯ | ১০:৫৯ |

      অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়।

      দোয়া করবেন।

       ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ২৮-০৯-২০১৯ | ২৩:২০ |

    ভালোবাসায় কান্না জয় করতে হবে কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৯-০৯-২০১৯ | ১১:০০ |

      অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়।

      দোয়া করবেন।

      ভালো থাকবেন।.

      GD Star Rating
      loading...