দিবালোকে দাও গণিকা গালি
তাকাও বক্র চোখে,
রাতের আঁধারে কত ভালোবেসে
টেনে নাও ওই বুকে।
অপরিশুদ্ধ অপয়া বলে
রেখেছো পায়ের তলায়,
আঁধার নামলে ওই পার তলে
খুঁজে ফেরো আশ্রয়।
এ হাতে ও হাতে বদলাই বলে
এতটা ঘেন্না হয়?
সারারাত থাকি যার গার তলে
তাকে কেন ঘৃনা নয়?
দিনের আলোর সভ্য তোমরা
যা খুশি বলতে পারো,
সন্ধ্যার পরে কে কোথায় থাকে
নজরে আসে কি কারো?
পতিতা বলে সভ্য তোমরা
দিয়ে গেলে ধিক্কার,
তাকে ডেকেছো কি নামে আমি
ভোগ্য হয়েছি যার?
তোমাদের চোখে আমি অপরাধী
সে কেন দোষী নয়?
যার ব্যভিচারে আমার গর্ভে
জারজেরা জন্মায়?
অবিদ্যা কসবী বানাতে আমায়
যার ঝরেছে ঘাম,
নীরবে ভেবো সময় পেলে
কি দিলে তার নাম!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর একটি পদ্য। অভিনন্দন কবি নূর ইমাম শেখ বাবু।
loading...
আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। শুভ কামনা সব সময় আপনার জন্য প্রিয় মুরুব্বী।
loading...
সমাজের নোংরা রূপটাকে তুলে ধরেছেন কবিতায়।
সমাজের বিচারে ওরা পতিতা হলেও মানবিকতার বিচারে
ওরা নিষ্পাপ। সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা রইল।
জয়গুরু!
loading...
পাপকে ঘৃণা না করে পাপীকে ঘৃণা করা উচিৎ। কিন্তু আমাদের সমাজে ঘটে ঠিক উল্টোটা।
ভালো থাকবেন প্রিয়জন। শুভ কামনা আপনার জন্য।
loading...
আপনার পদ্য আমার কাছে অসাধারণ লাগে।
loading...
অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিরন্তর শুভকামনা।
loading...
অবিদ্যা কসবী বানাতে আমায়
যার ঝরেছে ঘাম,
নীরবে ভেবো সময় পেলে
কি দিলে তার নাম!
অদ্ভুত সুন্দর।
loading...
অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নিরন্তর শুভকামনা।
loading...
সুন্দর প্রিয় কবি দা।
loading...
অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নিরন্তর শুভকামনা।
loading...
ভালোবাসাময় ভালোবাসা কবি বাবু ভাই।
loading...
অফুরান ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিরন্তর শুভকামনা।
loading...