আজব ঢাকা

ঢাকার বাসায় জল নেই তবু আছে ইন্টারনেট,
নর্দমা আর ময়লার গন্ধে ফুলে গেছে পেট।
ওয়াসার লেয়ার নীচে গেছে কলে আসে ময়লা,
চাপকল আছে পাশের বাড়ি গেটে ঝুলছে তালা।

গ্যাস নেই তাতে কি হয়েছে ডিসের লাইন ওকে,
গলির মাঝে কোমর পানি বেরোই রিকশা ডেকে।
একশো পারসেন্ট স্বাবলম্বী ফকির মিসকিন নাই,
রাস্তার মোড়ে প্রতিবন্দি ভিক্ষা করে তাই।

একশো টাকার এনার্জি বাল্ব কেটে গেল ঠাশ,
সেপটিক ট্যাংকে পাওয়া যাচ্ছে হাত পা বাঁধা লাশ।
সর্দি কাশি নিয়ে যদি হসপিটালে যান,
চেক আপ শেষে করবে ডাক্তার বিশাল অপারেশন।

মাথা ব্যথা নিয়ে যদি চিকিৎসাধীন মরে,
পোস্টমর্টেমে খবর আসে কিডনি নাই আহারে।
মোড়ে মোড়ে কারখানা তাও খাঁটি অষুধ নয়,
তাইতো বায়ুয় গন্ধ হলে বাইরে যেতে হয়।

বিদেশ যাবার পয়সা কড়ি নেই যে অভাগার,
হয় যদি গো দাতে জালা চোখ তুলে নেয় তার।
গ্যাস পানি নেই তবু আমার ফোর জি আছে বেশ,
ইন্টারনেট আর ডিশের লাইন ঠিক থাকলে ঠিক দেশ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. যুনাইদ : ১৫-০৭-২০১৯ | ১৮:৪৬ |

    সর্দি কাশি নিয়ে যদি হাসপাতালে যান,
    চেকআপের বিল দেখে হবেন সটান।

    প্রতিবন্দি হবে না প্রতিবন্ধি হবে।

     আর এরই নাম হলো ডিজিটাল বাংলাদেশ।  

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-০৭-২০১৯ | ১১:৪৭ |

      অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।,

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১৫-০৭-২০১৯ | ১৯:৫৩ |

    ইন্টারনেট আর ডিশের লাইন ঠিক থাকলে ঠিক আছে দেশ। সহমত জ্ঞাপন করি। Smile

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-০৭-২০১৯ | ১১:৪৭ |

      অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।-

      GD Star Rating
      loading...
  3. সুমন আহমেদ : ১৫-০৭-২০১৯ | ২০:১২ |

    আজব শুধু নয়, সজীব ঢাকায় যাদের আছে তাদের আছে; যাদের নেই তাদের নেই ফর্মে ফেলে দিন। মানাবে ভালো। Smile

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-০৭-২০১৯ | ১১:৪৮ |

      অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।–

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১৫-০৭-২০১৯ | ২০:৫৫ |

    ঠিক এই অবস্থাটি আমাদের কোলকাতারও ছিল এক সময়। এখন কিছুটা ভাল।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-০৭-২০১৯ | ১১:৪৮ |

      অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।—

      GD Star Rating
      loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ১৫-০৭-২০১৯ | ২১:৩০ |

    দূর্বিষহ জীবনের বর্ণনা কবি বাবু ভাই। তারপরও তো থাকতে হবে বাঁচতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-০৭-২০১৯ | ১১:৪৮ |

      অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।=

      GD Star Rating
      loading...
  6. সাজিয়া আফরিন : ১৫-০৭-২০১৯ | ২১:৪৩ |

    দুঃখ নগরীর আরেক নাম ঢাকা। Frown

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-০৭-২০১৯ | ১১:৪৯ |

      অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।০

      GD Star Rating
      loading...
  7. আবু সাঈদ আহমেদ : ১৫-০৭-২০১৯ | ২২:২৫ |

    চলুন ঢাকা ছাড়ি।

    GD Star Rating
    loading...
  8. শাকিলা তুবা : ১৫-০৭-২০১৯ | ২২:২৮ |

    গ্যাস নেই তাতে কি হয়েছে ডিসের লাইন তো আছে।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-০৭-২০১৯ | ১১:৫০ |

      অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।.

      GD Star Rating
      loading...