যদি তুমি জানতে

এই মনে যে কত ব্যথা, যদি তুমি বুঝতে,
আমার মতই ব্যকুল হয়ে, তবে আমায় খুঁজতে!
এমনি ভাবে অনিদ্রাতে, কাটলে একটা রাত্রি,
বুঝতে আমি তোমার শোকে, মরন পথের যাত্রী।

পথের পানে চেয়ে থেকে, একলা আমি ক্লান্ত,
পারছিনা আর সইতে প্রিয়, এ কষ্ট অনন্ত!
জানতে যদি কি যন্ত্রনায়, জ্বলছে পোড়া অন্তর,
হয়তো তবে কাছে টেনে, করতে আমায় উদ্ধার!

সূর্যের আলো ক্লান্ত হলে, জোসনা বিলায় চন্দ্র,
চাই তেমনি হতে তোমার, প্রহরী অতন্দ্র।
নদী যেমন সাগর পানে, ছুটে চলে আপ্রাণ,
আমার দুঃখী ব্যকুল হৃদয়, করে তোমায় সন্ধান।

বৃষ্টি ফোঁটা শীতল করে, ধূধূ মরু প্রান্তর,
তেমনি তুমি সামনে এলে, তৃষ্ণা ভোলে অন্তর।
সাধের জীবন ফুরিয়ে যাবে, না থাকলে এই নিঃশ্বাষ,
পাবো একদিন ওই বুকে ঠাঁই, এটা আমার বিশ্বাষ।

যুগে যুগে মানুষ করে, সুখের জন্য যুদ্ধ,
কারণ দুঃখের কারাগারে, শান্তি অবরুদ্ধ।
একটি পলক দেখলে তোমায়, পাই যে কত শান্তি,
জানতে যদি তোমার প্রানে, থাকতো না বিভ্রান্তি।

এই জীবনে দুঃখ বেশী, ভালোবাসা স্বল্প,
হতেও পারে কষ্টে ভরা, তোমার আমার গল্প।
কি ক্ষতি গো আসলে কাছে? চলে যায় বসন্ত,
ভেতর জুড়ে তুমি শুধু, সপ্ন অফুরন্ত।

রাতের আঁধার যায় ঘুঁচে যায়, চাঁদের মৃদু আলোতে,
সুখী না হয় করলে আমায়, আসলে কাছে জ্বালাতে।
না পাওয়ার যে কি যাতনা, যদি তুমি জানতে,
সব জড়তা দূরে ঠেলে, আমায় বুকে টানতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. পথিক সুজন : ২২-০৬-২০১৯ | ৭:৪১ |

    বেশ চমৎকার লিখেছেন,,,ভালো লাগলো,,, শুভেচ্ছা জানবেন ,,,      

    GD Star Rating
    loading...
  2. লক্ষ্মণ ভাণ্ডারী : ২২-০৬-২০১৯ | ১৪:১৩ |

    সুন্দর লেখনী। কাব্যের ছন্দে আমোদিত হলাম।
    প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই।
    জয়গুরু।

    GD Star Rating
    loading...
  3. কাজী জুবেরি মোস্তাক : ২২-০৬-২০১৯ | ১৫:০১ |

    অনিন্দ্য সুন্দর উপস্থাপন ভীষণ ভালো লাগলো কবি

    শুভ কামনা রইলো 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৮-০৭-২০১৯ | ১২:১৫ |

      অফুরান ভালোবাসা জানাই মিঃ মোস্তাক। আশা করি পাশে পাবো সব সময়।

      GD Star Rating
      loading...
  4. সুমন আহমেদ : ২৪-০৬-২০১৯ | ১০:৫৬ |

    আপনার কবিতা বরাবরই সুন্দর হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৮-০৭-২০১৯ | ১২:১৬ |

      উৎসাহ দেবার জন্য ধন্যবাদ জানাই মিঃ আহমেদ।

      GD Star Rating
      loading...
  5. মুরুব্বী : ২৪-০৬-২০১৯ | ১০:৫৭ |

    শুভেচ্ছা মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  6. রিয়া রিয়া : ২৪-০৬-২০১৯ | ১৩:১৩ |

    শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  7. সৌমিত্র চক্রবর্তী : ২৪-০৬-২০১৯ | ১৩:২১ |

    ভালোবাসা ভালোবাসা প্রিয় কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৮-০৭-২০১৯ | ১২:১৮ |

      হ্যাঁ দাদা। ভালোবাসাই তো টিকিয়ে রেখেছে এই ধরণীকে।

      GD Star Rating
      loading...
  8. শাকিলা তুবা : ২৪-০৬-২০১৯ | ২০:২০ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...