দূরন্ত আমার ছুটন্ত মন
তোমায় খুঁজে ফেরে সারাক্ষণ
তুমি অচীন পূরে,
ফুটন্ত ফুল যাচ্ছে ঝরে
দেখে এলাম জগৎ ঘুরে
মনের মতন করে।
প্রান্তর জুড়ে তোমার স্মৃতি
উজ্জীবিত মোহ প্রীতি
হৃদয় উথাল পাথাল,
দূর আকাশের তাঁরার মাঝে
তোমায় খুঁজি সকাল সাঁঝে
স্তব্ধ মহাকাল।
ভাবনার ভূল যাতনার তীরে
নোঙর ফেলে যাচ্ছে ফিরে
ডাকছে পীছু কেহ,
মনের জ্বালা মনই বোঝে
কল্পলোকে তোমায় খোঁজে
কঠিন প্রীতির মোহ।
দুঃখ দেখায় বড্ড বিনয়
কারণ ছাড়াই হয়নি প্রণয়
স্বপ্ন ছায়ায় থেকে,
ব্যথার স্রোতে অবগাহন
সুখী হতে যেন বারণ
স্মৃতি আগলে রেখে।
সামনে এলে দুর্বলতা
জাগে তোমার কোমলতা
আমার ভুবন জুড়ে,
আমার কষ্টে আমি সাজি
কি যাতনা আমিই বুঝি
হৃদয়ে রাখা মুড়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দুঃখ দেখায় বড্ড বিনয় কারণ ছাড়াই হয়নি প্রণয়, স্বপ্ন ছায়ায় থেকে,
ব্যথার স্রোতে অবগাহন, সুখী হতে যেন বারণ … স্মৃতি আগলে রেখে। চমৎকার।
loading...
অফুরান শুভেচ্ছা আর ভালোবাসা জানাই প্রিয় মুরুব্বীর তরে।
loading...
সহজ এবং সরল অনুভূতি আপনার খুব সুন্দর উঠে আসে। শুভেচ্ছা ভাই।
loading...
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন মিঃ আহমেদ।
loading...
সুন্দর কবিতা।
loading...
শুভ কামনা জানাই প্রিয়জন।
loading...
শুভেচ্ছা কবি দাদা।
loading...
অফুরান শুভেচ্ছা জানাই আপনাকেও প্রিয় দিদি।
loading...
দারুণ কবি বাবু ভাই। ভালোবাসা।
loading...
নিরন্তর ভালোবাসা জানাই আপনাকে প্রিয় দাদা। ভালো থাকুন।
loading...
আপনার জন্য শুভেচ্ছা কবি।
loading...
শুভ কামনা আপনার জন্য প্রিয় ।
loading...