মেড ইন জিনজিরা

মাল হলে জাপানী, ভালো হয় তা জানি,
করে যারা ব্যবহার, বলে তারা এ খবর।
হলে ভারতীয় মাল, নকল কিংবা আসল,
প্রতিবেশী দেশ বলে, মেনে নেই প্রাণ খুলে।

ইন্দোনেশিয়া হতে, যা আসে হাতে হাতে,
ঘরে রাখে সাজিয়ে, অতীব খুশীর সাথে।
মালএশিয়ার মাল, ভালো চলে কিছুকাল,
তারপর হয়ে যায়, ভাঙ্গাড়ি বা জঞ্জাল।

মেড ইন পাকিস্তান, কম মেলে সন্ধান,
ভালো মান হলেও, খারাপের সমমান।
সিঙ্গাপুর হতে আসা, মাল নাকি হয় খাসা,
এক্সচেঞ্জ করলেও, করা যায় কিছু আশা।

আর ভাই চায়না, ধরে শুধু বায়না,
অনেকেই ছোয় না, ফ্রিতেও নেয়না।
না টিকলে কিছুক্ষণ, টিকলে আজীবন,
ঝকমকে আবরণ, গুণাবলীটা এমন।

হেবী মাল কোরিয়ান, মিলছেনা আর এখন,
কপি পেস্ট সারাক্ষণ, চাইছে যে যেমন।
মেড ইন জিনজিরা, আইডিয়া ধার করা,
হয়েছে পাগল পারা, কিনেছে যে বা যারা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৬-২০১৯ | ২১:২৯ |

    চায়না, ধরে শুধু বায়না,
    অনেকেই ছোয় না, ফ্রিতেও নেয়না।
    না টিকলে কিছুক্ষণ, টিকলে আজীবন,
    ঝকমকে আবরণ, গুণাবলীটা এমন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০৯-০৬-২০১৯ | ২১:৩৩ |

    জিনজিরা কোথাও জানিনা, তবে আমাদের এখানে প্রচলিত আছে চায়না।

    আহা বেশী দিন যায় না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ১০-০৬-২০১৯ | ১০:৫৪ |

    ভালো লিখেছেন। সত্যানুভব। 

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১০-০৬-২০১৯ | ১১:১৯ |

    হলে ভারতীয় মাল, নকল কিংবা আসল,
    প্রতিবেশী দেশ বলে, মেনে নেই প্রাণ খুলে। Smile

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ১০-০৬-২০১৯ | ১১:৪৩ |

    সত্য। Smile

    GD Star Rating
    loading...