এমন বন্ধু চাই

আমার এমন বন্ধু চাই, যার মনে হিংসা নাই,
এমন আপন হবে, যেন মায়ের পেটের ভাই।
বুঝবে আমার প্রাণের ব্যথা, বলবে খুলে মনের কথা,
তার পরিচ্ছন্ন মনে, নেই মিথ্যা আদিখ্যেতা।

দেখলে অন্যায় অপরাধ, সে করবে প্রতিবাদ,
যাকে পেলে নিজের কাছে, দূর হবে অবসাদ।
যে মানুষ ভালোবাসে, দু হাত ভরে করে দান,
সৃষ্টিকর্তার প্রার্থনায়, কাঁদে সে মানুষটার প্রাণ।

করে বড়দের সম্মান, আর ছোটদের আদর,
দরিদ্রদের ভালোবাসে, করে অধিক সমাদর।
যার মনে ঘৃণা নাই, আছে শুধু ভালোবাসা,
যে পর হবেনা কভু, তুফান এলেও সর্বনাশা।

সে নয়তো স্বার্থপর, আলোয় ভরবে সবার ঘর,
সদা দেশ ও দশের সেবায়, নিয়োজিত নিরন্তর।
দুঃখ চেপে হাসতে জানে, সুখের বার্তা বয়ে আনে,
জ্ঞান আর বুদ্ধিমত্তার জোরে, তার বিচরণ সবখানে।

তার পরিচ্ছন্ন মন, আর সততা তার ধন,
সে পরের জন্য পারে, দিতে জীবন বিসর্জন।
সবার মুখে হাসি ফুঁটায়, আর নিজের খুশী বিলায়,
তাকে পেলে মনে হবে, হল নতুন রবির উদয়।

সে মিথ্যা ঘৃণা করে, প্রাণে রাখে সত্য ভরে,
তার নম্রতাকে দেখে, আকাশ লক্ষ তাঁরায় ভরে।
তার বিদ্যা শিক্ষা অনেক, নেই বিন্দু অহংকার,
মেধা বুদ্ধি নিষ্ঠা বিবেক, আর আত্মা পরিষ্কার।

সে সবার কথা শোনে, সবার আদুরে সৎ গুণে,
জ্ঞান অর্জনে সচেষ্ট, কথা বলে বুঝে শুনে।
সব খানেই খুঁজে যাই, যার অহমিকা নাই,
সুখের সুখী দুঃখের দুঃখী, এমন বন্ধু চাই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ০৯-০৫-২০১৯ | ২২:৪২ |

    চাওয়া প্রত্যাশা পূরণ হোক কবি বাবু ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৯-০৫-২০১৯ | ২২:৫০ |

      নিঃসন্দেহে ভাবতে পারি
      অন্তরে গেঁথে রাখতে পারি।
      বন্ধু হল এমন সঙ্গ
      যেমন দেহের প্রত্যঙ্গ।

      অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা। ভালো থাকুন। শুভরাত্রি।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৯-০৫-২০১৯ | ২২:৪৪ |

    সে সবার কথা শোনে, সবার আদুরে সৎ গুণে,
    জ্ঞান অর্জনে সচেষ্ট, কথা বলে বুঝে শুনে।
    সব খানেই খুঁজে যাই, যার অহমিকা নাই,
    সুখের সুখী দুঃখের দুঃখী, এমন বন্ধু চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৯-০৫-২০১৯ | ২২:৫০ |

      অশেষ ধন্যবাদ প্রিয় মুরুব্বী। শুভরাত্রি। ভালো থাকুন।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ০৯-০৫-২০১৯ | ২২:৫১ |

    ভালো বন্ধু পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো কঠিন প্রিয় কবি দা। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১০-০৫-২০১৯ | ২২:০৫ |

      একদম ঠিক বলেছেন। 

      ভালো থাকুন প্রিয় দিদি। 

       

      GD Star Rating
      loading...
  4. সুমন আহমেদ : ০৯-০৫-২০১৯ | ২৩:১১ |

    মেধা বুদ্ধি নিষ্ঠা বিবেক, আর আত্মা পরিষ্কার বন্ধু আমি আমার জীবনে এখনও পাইনি। Frown ভালো লিখেছেন। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১০-০৫-২০১৯ | ২২:০৬ |

      এমন বন্ধু পাওয়া দুষ্কর মিঃ আহমেদ। ভালো থাকুন। ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  5. শাকিলা তুবা : ০৯-০৫-২০১৯ | ২৩:২১ |

    খুঁজলে কি না পাওয়া যায়। পেয়ে যাবেন কবি। Smile 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১০-০৫-২০১৯ | ২২:০৭ |

      হুম। খারাপ বলেন নি। তবে …………এখনো পাইনি।

      ভালো থাকুন।

      GD Star Rating
      loading...
  6. জাহিদ অনিক : ১০-০৫-২০১৯ | ১:০৮ |

      কবি, এমন বন্ধু হোক মানুষের 

    GD Star Rating
    loading...