কে ঘুমোচ্ছে কাহার ঘরে?
কে চলে কার হাতে ধরে?
কার উপর কে ভর করে?
কে দোলা দেয় কার অন্তরে?
কার জন্য কে হচ্ছে নিলাম?
কাকে কোথায় দেখেছিলাম?
কার বাসরে কাকে দিলাম?
কে লুটে কার লজ্জা শরম?
কার প্রতি কার দেহ টানে?
কার স্বপ্ন কে আঁকে মনে?
পাগল পারা রুপের ধনে?
ভিন্ন গৃহে বর আর কনে!
কে বলেছে কোনটা আসল?
সবাই বলে সবই নকল!
কে সামলাবে কাহার ধকল?
ভাবখানা তো সহজ সরল!
ভাজা মাছটা উল্টে খেতে;
জানে না সে প্রতি রাতে,
ঘুম পাড়িয়ে কাহার সাথে?
মিলিত হয় জাত বেজাতে?
কে দিয়েছে কেমন করে?
ঠাঁই কাহারে আপন ঘরে?
কে নাচে কার গায়ের পরে?
পাপও নিজে লাজে মরে!
কে সুখী আজ কার কামনায়?
কে বন্দী কার হাজতখানায়?
কে পাচ্ছে সুখ কার বিছানায়?
কে আজ কাকে সভ্য বানায়?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জটিল সব প্রশ্ন। উত্তর সহজ নয়।
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন। শুভকামনা জানাই। ভালো থাকুন।
loading...
সামাজিক সভ্যতার অপমৃত্যু ঘটেছে কবি।
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন। শুভকামনা জানাই। ভালো থাকুন।।
loading...
সভ্যতা হারিয়েছে কবি বাবু ভাই।
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন। শুভকামনা জানাই। ভালো থাকুন।।।
loading...
সভ্য জগতের সভ্যতাকে জানতে সভ্য গোছের বীক্ষণ যন্ত্রই দরকার। শুভেচ্ছা মি. বাবু।
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন।। শুভকামনা জানাই। ভালো থাকুন।
loading...
সভ্যতা নির্বাসনে। পথে ঘাটে বেরুলে মনে হয় না কোন সভ্য সমাজে বাস করছি।
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন।।। শুভকামনা জানাই। ভালো থাকুন।
loading...
এত সব জটিল প্রশ্ন এক সাথে,,,! বাহ্ চমৎকার
লিখেছেন,,, শুভেচ্ছা জানবেন
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন। শুভকামনা জানাই।। ভালো থাকুন।
loading...
"কে দিয়েছে কেমন করে?
ঠাঁই কাহারে আপন ঘরে?
কে নাচে কার গায়ের পরে?
পাপও নিজে লাজে মরে!"
ভিন্ন স্বাদের চমৎকার অনুভূতি।
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন।
শুভকামনা জানাই।
ভালো থাকুন।
loading...
প্রশ্নগুলি আমাকে ভাবিয়েছে! এতে ন্যূনতম দুটি দিক আছে।
১) সমাজ চিত্র (অসামঞ্জস্যগুলির বাস্তব চিত্র)
২) দর্শন
প্রথমটা স্ট্রেইট;
কিন্তু দ্বিতীয়টা ব্যাপক, বহু অর্থপূর্ণ!
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন।
শুভকামনা জানাই।
ভালো থাকুন।
loading...
শুধুই প্রশ্নমালা ! উত্তর খুঁজে পাচ্ছিনা যে শ্রদ্ধেয় কবি। বলতে গেলে, অসাধারণ এক কবিতা। শুভকামনা রইল। আশা করি ভালো থাকবেন
loading...
অশেষ ধন্যবাদ প্রিয়জন।
শুভকামনা জানাই।
ভালো থাকুন।
loading...