সিজদায় লুটে পড়ি

চলার পথে কত গুনাহ করে ফেলি হায়,
জীবনটা যে ক্ষণস্থায়ী হৃদয় ভুলে যায়!
ইহকালের লোভ আর মোহ অন্ধ করে দেয়,
আসলে এই জীবনটা তো আসল জীবন নয়!

সাময়িক এই জীবন হলো পরীক্ষাগার যেমন,
পরকালের প্রস্তুতি নেই করে মনের মতন।
সামনে যতই পড়ে থাকুক দামী মানিক রতন,
অর্থ বিত্ত তুচ্ছ ভাবী পথের ধুলো যেমন।

আমার হৃদয় কাড়ে না ওই অট্টালিকার সুখ,
রঙ বেরঙের সুধা পানেও তৃষিত রয় বুক।
আল্লাহ্‌ তায়ালার প্রশংসাতে হই যে পঞ্চমুখ,
তাতেই মাবুদ দূর করে দেন অন্তরের সব দুখ।

কোরআন তেলাওয়াতে আমার বক্ষ শীতল হয়,
সকল কর্ম যাই ভুলে যাই আযান যখন দেয়।
মসজিদে প্রবেশ করিলেই অন্তরটা জুড়ায়,
নামাজ শেষেও মসজিদেতে থাকার ইচ্ছা রয়।

জীবন আর জীবিকার মোহে বাইরে এসে পড়ি,
ইচ্ছাতে আর অনিচ্ছাতে পাপের পাহাড় গড়ি।
মুয়াজ্জিনের মধুর হাকে আবার কর্ম ছাড়ি,
পরকালে নাজাত পেতে সিজদায় লুটে পড়ি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ১৭-০২-২০১৯ | ২০:৪৩ |

    জীবন আর জীবিকার মোহে বাইরে এসে পড়ি,
    ইচ্ছাতে আর অনিচ্ছাতে পাপের পাহাড় গড়ি।

    ঠিক বলেছেন কবি বাবু ভাই। জগতের মোহ আমাদের কাটবে কবে !!

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৭-০২-২০১৯ | ২১:২৫ |

      মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সুপ্রিয়। 

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ১৭-০২-২০১৯ | ২০:৪৬ |

    ঈশ্বর আমাদের সবাইকে সহজ পথে চলার সুযোগ দিন।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৭-০২-২০১৯ | ২১:২৬ |

      মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সুপ্রিয়। 

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ১৭-০২-২০১৯ | ২০:৫০ |

    কোরআন তেলাওয়াতে আমার বক্ষ শীতল হয়,
    সকল কর্ম যাই ভুলে যাই আযান যখন দেয়।
    মসজিদে প্রবেশ করিলেই অন্তরটা জুড়ায়,
    নামাজ শেষেও মসজিদেতে থাকার ইচ্ছা রয়।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৭-০২-২০১৯ | ২১:৩৯ |

      মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সুপ্রিয়। 

      GD Star Rating
      loading...
  4. এইচ এম শরীফ : ১৭-০২-২০১৯ | ২৩:১৪ |

    মুহান স্রষ্টার আদেশ পালনের প্রতি উদাত্ত আহবান জানানোর জন্য অকৃত্রিম শুভেচ্ছা জানবেন। 

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

     

    GD Star Rating
    loading...