কখনো কখনো


কখনো কখনো সুখের চেয়ে বিরহ মধুর লাগে,
আনন্দ দেয় অনেক বেশী ভোগের চেয়ে ত্যাগে।
কষ্টে নয়গো আনন্দেও কাঁদেন অনেক লোকে,
বহু কাংখিত মহানন্দে অশ্রু আসে চোখে।

কখনো কখনো মানুষ পশুর চেয়েও অধম হয়,
হিংস্র জানোয়ারের মতো রক্ত চুষে নেয়।
এই মানুষই উজাড় করে মানুষ ভালোবাসে,
একের জন্য অন্যে জীবন সপে দিয়েও হাসে।

কখনো কখনো মৃদু হাওয়া ভয়ংকর রুপ নেয়,
বৃক্ষ ফসল বসত বাড়ি মাটিতে লুটিয়ে দেয়।
এই হাওয়াতেই কানন জুড়ে ফুলকলিরা দোলে,
পরান জুড়ায় মধুর ঘ্রানে যন্ত্রণা যায় ভুলে।

কখনো কখনো বৃষ্টি ধারা মহামারী রুপ নেয়,
নদীর দুটি কুল ছাপিয়ে প্রলয় বানে ভাসায়।
এই বৃষ্টির ফোটায় আবার ধরার তৃষ্ণা মেটে,
ভুবন জুড়ে সবুজে ছেয়ে ফুলে ফলে ভরে ওঠে।

কখনো কখনো ভালোবেসে লোকে নিঃস্ব হয়ে যায়,
সবকিছু সপে আজীবন কাঁদে বিরহ বেদনায় ।
এই ভালোবাসা যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে ধরা,
কেউ পেয়ে আর কেউ না পেয়ে হয়েছে পাগল পারা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ০৬-০২-২০১৯ | ২১:০৯ |

    কবিতায় শুভেচ্ছা কবি বাবু দা।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩০ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৬-০২-২০১৯ | ২১:৪৮ |

    'কখনো কখনো ভালোবেসে লোকে নিঃস্ব হয়ে যায়,
    সবকিছু সপে আজীবন কাঁদে বিরহ বেদনায়।
    এই ভালোবাসা যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে ধরা,
    কেউ পেয়ে আর কেউ না পেয়ে হয়েছে পাগল পারা।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩১ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৬-০২-২০১৯ | ২১:৫৫ |

    দারুণ কবি বাবু ভাই। আপনার লিখায় যেন জাদু থাকে। অভিনন্দন রইলো। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩১ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  4. সুজন হোসাইন : ০৭-০২-২০১৯ | ৭:০০ |

    দারুণ জীবন বোধের কবিতা, ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন,    

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩২ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  5. সেতুবন্ধন : ০৮-০২-২০১৯ | ০:১২ |

    ত্যাগে যে সুখ তা মহা সত্যি

    …অশ্রু সবারি আসে

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩৩ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...