অকৃত্রিম ভালোবাসা

যার কারনে হলে কবি, নাওয়া খাওয়া ছাড়লে সবি,
হয়েছে কি তাঁর আকাশে, কভু উদয় তোমার রবি?
যাকে নিয়ে জীবন যুদ্ধ, দেহ আত্মা অবরুদ্ধ,
কবে হবে তোমার ছোঁয়ায়, তাঁর প্রাণটা সমৃদ্ধ?

আতকে ওঠে বুকের মাঝে, পরান জুড়ে যার বিরাজে,
খুব উতলা হলো হৃদয়, মন বসেনা কোন কাজে।
সইছ এমন নিঠুর জ্বালা, আর সকলের অবহেলা,
তোমার আকাশ জুড়ে কভু, ভেসেছে তাঁর মেঘের ভেলা?

তাকে ছাড়া তুমি যদি, জীবন যে এক ব্যথার নদী,
বৈঠা বিহীন তরী হয়ে, ভাসো সেথায় নিরবধি।
চিন্তা জুড়ে আর চেতনায়, মোহিনী মাতাল কামনায়,
ইচ্ছে খুশীর ধারক বাহক, তোমায় হাসায় আবার কাঁদায়।

নিঃশ্বাসে বিশ্বাসে ধরে, পরম যত্নে লালন করে,
প্রাণের চেয়ে আপন ভেবে রেখেছো অন্তরের ঘরে।
জমিয়ে রাখা সকল আশা, যার কারনে ভালোবাসা,
সে কি কভু চায় বুঝিতে, কাছে এসে মনের ভাষা?

যদি তোমার চোখের জলে, দুখের নদী বয়ে চলে,
মুখ ফিরিয়ে অভিমানে, সে যদি না কথা বলে।
তবু তারে ভালোবাসো, মিষ্টি করে মুচকি হাসো,
এমনি ভাবে স্বপ্ন জুড়ে প্রতি রাতে কাছে আসো।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ০৫-০২-২০১৯ | ২২:১৪ |

    শুভেচ্ছা কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩৫ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৫-০২-২০১৯ | ২২:২১ |

    মন্তব্য বা প্রতি-মন্তব্যে লিখকের সহজ অংশ গ্রহণ না থাকলে পাঠক কমে যায়। মন্তব্যকারীর মন্তব্যের ভাষাও কমে যায়। স্বাভাবিক সংযোগ না থাকলে ব্লগিং এ লিখক-পাঠকের ভাব বিনিময়ে মিথস্ক্রিয়ার অভাব স্পষ্ট হয়ে উঠে।

    আমি যেহেতু নিজে কিছু লিখিনা আমার হারানোর কিছু নেই। তবে যারা লিখেন তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। ব্লগে ব্লগারের উপস্থিতি বা মন্তব্যের সংখ্যা কম হলেও অতিথি পাঠক যথেষ্ঠ পরিমানে রয়েছে। তারা ঠিকই পড়েন এবং মন্তব্যের প্রতি লক্ষ্য রাখেন।

    কবিতার জন্য ধন্যবাদ মি. নূর ইমাম শেখ বাবু। Smile

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩৬ |

      আমি নিরুপায় প্রিয় মুরুব্বী।

      অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ০৫-০২-২০১৯ | ২২:২৫ |

    ধন্যবাদ কবি বাবু দা।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৩৬ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...