তৃপ্তি খুঁজি তোমার মাঝে

তৃপ্তি খুঁজি তোমার মাঝে, তুমি তখন রাঙা লাজে,
কল্পনাতে বধুর সাজে, আর মিলনের সূর ও বাজে।
তুমি সদ্য ফোটা কলি, আর যদি হই আমি অলি,
মাদকতায় পড়ে ঢলি, দিতাম জীবন জলাঞ্জলি।

আজকে যেন তোমায় দেখে, চিরসবুজ পাতার ফাঁকে,
ডালের উপর দুই পা রেখে, মধুর সূরে কোকিল ডাকে।
ফুলকলিরা লজ্জা ভুলে, আনন্দে দেয় পাপড়ি মেলে,
সূর্য তখন অস্তে চলে, জ্যোৎস্নার আলো পড়লে ঝিলে।

মহানন্দে শালুক হাসে, মাঠের বুকে সবুজ ঘাসে,
দোলা দেয় মাতাল হাওয়াতে, সে দোলায় বসন্ত আসে।
সেই বসন্ত তোমায় আমায়, কামনাতে ব্যপক মাতায়,
শরীরে শিহরণ জাগায়, অন্তরে শান্তির প্রলয়।

এমনি দিলে সুখের দোলা, যাই হয়ে যাই আত্মভোলা,
এইভাবে একত্রে চলা, মিটবে প্রাণের সকল জ্বালা।
চাঁদের আলো অফুরান হয়, নিত্য হলে রবির উদয়,
তেমনি দোলা দিলে আমায়, সুখে ভরে দেবো তোমায়।

আজকে তোমার কিসের ভীতি? এই সখ্যতা এ সম্প্রীতি,
হবে প্রীতির অগ্রগতি, দূর হবে সব অসঙ্গতি।
যখনই এই দু চোখ বুজি, শুধুই তোমার অভাব বুঝি,
সর্বদা তোমারে পুজি, তোমার মাঝেই তৃপ্তি খুঁজি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ০৩-০২-২০১৯ | ২২:৫১ |

    মহানন্দে শালুক হাসে, মাঠের বুকে সবুজ ঘাসে। দারুণ কবি বাবু ভাই। Smile

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৪৪ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ০৩-০২-২০১৯ | ২২:৫৫ |

    আজকের লেখাটিও অনেক সুন্দর হয়েছে বাবু দা। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৪৫ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ০৩-০২-২০১৯ | ২২:৫৬ |

    "যখনই এই দু চোখ বুজি, শুধুই তোমার অভাব বুঝি,
    সর্বদা তোমারে পুজি, তোমার মাঝেই তৃপ্তি খুঁজি।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-০২-২০১৯ | ২১:৪৬ |

      অনেক ধন্যবাদ সুপ্রিয়। ভালো থাকবেন সব সময়।

      GD Star Rating
      loading...