এই বেকারত্ব নাকি অভিশপ্ত,
বিনিদ্র সত্য বাসনারা সুপ্ত!
মিথ্য উপাত্ত আর বেকারত্ব,
সাম্প্রতিক উপায়ে জুড়ে দেয় শর্ত।
উত্থিত যুক্তি ক্রোধের অভিব্যক্তি,
পদদলিত হয়ে আয়োজিত মুক্তি।
রুখে পরাশক্তি বিবেকের বিলুপ্তি,
একত্রে থেকেও আত্মার বিভক্তি।
প্রাণ সংকীর্ণ দেহ জরাজীর্ণ,
সজ্জিত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ!
বাড়ন্ত প্রাচুর্য ঐশ্বরিক ঐশ্বর্য,
অহংকারী মনোভাব বিঘ্নিত ধৈর্য।
তবু শিরোধার্য শৌর্য বীর্য,
স্মৃতি জুড়ে অম্লান তার কারুকার্য।
একতাবদ্ধ নয় অসাধ্য,
কলুষিত মতবাদ আজ অবাধ্য।
ধৈর্যের স্বল্পতা গতিশীল ব্যস্ততা,
নিষ্ক্রিয় করে দেয় প্রকৃত যোগ্যতা।
কাটিয়ে আড়ষ্ঠতা গড়ে তুলে সখ্যতা,
নিষ্ফল তবু আজ দীক্ষিত দক্ষতা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার কবিতায় কয়েকটি জায়গা আমার দারুণ লেগেছে। অসাধরণ।
loading...
বরাবরের মতন অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন প্রিয়।
loading...
বেকারত্ব–একটি বিশেষ্য পদ কিন্তু অভিশপ্ত বিশেষণ তাই বেকারত্ব-এর সঙ্গে অভিশাপ মানায় কিন্তু অভিশপ্ত একটু বিসদৃশ হয় বলে মনে হচ্ছে। যাই হোক আপনি নিজে ভাবলেও বুঝতে পারবেন যে আমি আসলে বলতে চাইছি এই থিম আরো ভালো করে পেশ করা যেত।
কবিতার জন্য শুভেচ্ছা!
loading...
মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকুন।
loading...
দারুণ বাবু ভাই।
loading...
অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয়।
loading...