স্নায়বিক স্পন্দন

ক্লান্ত দেহে ঘেমে সুখের পরিশ্রমে,
বাধ্য হয়ে থেমে বিভোর গভীর ঘুমে।
আকড়ে বাহুডোরে বিস্ময়ের আদরে
নিস্পাপ অন্তরে রাখা যত্ন করে।

এ মায়ার সংসার স্বপ্ন জীবনভর,
শান্তি নিরন্তর থাকলে সহচর।
অনন্ত বন্ধন আত্মার স্পন্দন,
নয়গো প্রহসন প্রকৃত প্রিয়জন।

যে রক্তক্ষরণ করতে সংবরন,
জীবন বিসর্জন লজ্জা সারাক্ষণ।
যখন সর্বনাশ নিষ্ঠুর পরিহাস,
ঘৃণিত নির্যাশ বিধ্বংসী উল্লাস।

শান্তি জলাঞ্জলি আনন্দের অঞ্জলি,
নিষ্ফল করতালি শান্তির পদাবলী।
বিঘ্নতার আঘাতে প্রতিটা রাত্রিতে,
আকড়ে এ বাহুতে স্পন্দন স্নায়ুতে।

এই মোহ প্রত্যয় ওই দেহে তন্ময়,
দূরত্বে সংশয় নৈতিক অবক্ষয়।
সুপ্ত স্পন্দন স্পন্দিত সারাক্ষণ,
অন্তরে বন্ধন শরীরে গর্জন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০১-২০১৯ | ১৪:২৩ |

    দারুণ প্রিয় কবি মি. নূর ইমাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...