ছলনার জাল


সহ্য করো ধৈর্য ধরো, করোনা অবহেলা,
আজ আছে যা কাল রবেনা, এমনি যাবে বেলা।
তোমার মুখের একটু হাসি, ওদের যোগায় খুশী,
অভ্যাস করো মানিয়ে নিতে, থাকতে পাশাপাশি।

তাদের আদর স্নেহে গড়া, মায়ার এ সংসার,
কেমনে পারো করতে তাদের, নিঠুর অত্যাচার?
এই তোমাদের রাখতে খুশী, সইল কত জ্বালা,
দোহাই লাগে তাদের তুমি, করনা অবহেলা!

বাড়তি বোঝা মনে করে, রাখলে বৃদ্ধাশ্রমে,
তবুওতো যায়নি তাদের, স্নেহ মায়া কমে।
রুগ্ন দেহে আশ্রমেতে কষ্টে গভীর রাত,
খোদার তরে তোমার জন্য, তোলে সে দুই হাত।

প্রার্থনা করে তোমরা যেন, মহাসুখে থাকো,
বিনিময়ে তোমরা তাদের, কোন স্থানে রাখো?
বাবা মায়ের খুব আদরের, ছোট্ট খুকী খোকা,
বড় হয়ে আজকে তাদের, গেছিস ভুলে বোকা?

যাদের জন্য মানব জাতির, এই ভুবনে আসা,
সেই বাবা মা ভুলিয়ে দেয়, নয় সে ভালোবাসা।
জড়াসনে ছলনার জালে, দুই দিনের এই ভুবন,
বাবা মায়ের কষ্ট বুঝবি, বৃদ্ধ হবি যখন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০১-২০১৯ | ১৬:২৬ |

    “যাদের জন্য মানব জাতির, এই ভুবনে আসা,
    সেই বাবা মা ভুলিয়ে দেয়, নয় সে ভালোবাসা।”

    পারফেক্ট।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২১-০১-২০১৯ | ২০:০২ |

      আমি এগিয়ে চলেছি সুপ্রিয় মুরুব্বীর অনুপ্রেরণায়। ভালো থাকুন সর্বক্ষণ।

      GD Star Rating
      loading...