কোথায় যেন দেখেছি


কোথায় যেন দেখেছি তা পড়ছে না ঠিক মনে,
চোখের সামনে মায়া মুখটা ভাসে প্রতি ক্ষণে।
নিজের মনের মতন করে মনেই ছবি আঁকি,
আপন ভেবে মনের ঘরে স্মৃতি ধরে রাখি।

নাম ঠিকানা নাই জানা তাঁর কোথায় খুঁজে পাবো?
বুকটা চিরে যায় না দেখা কি করে বোঝাবো!
পাহাড় সমান আশা নিয়ে নিত্য খুঁজে চলি,
নিরুপায় এই প্রাণের কথা কাকে খুঁজে বলি!

কত সময় পার হয়েছে কে নিবে তাঁর খোঁজ?
শান্তনা আর স্বপ্ন নিয়ে জেগে উঠি রোজ!
ভাঙা বুকের ক্ষতগুলো বাড়ায় মনের জ্বালা,
হইনি নিরাশ তাঁর কারণে সইছি অবহেলা!

দিন যত যায় ততই আমি মায়াতে হই বিভোর,
আবার কবে পাবো দেখা যাই গুনে যাই প্রহর!
কোথায় দেখেছিলাম মনে পড়েও পড়ছে না,
ভাগ্য গুণে সামনে আবার কেন আসছে না?

কারো চোখে এত মায়া আগে দেখিনি,
উজাড় করে কাউকে এত ভালোবাসিনি!
সব থেকেও আজকে যেন নিঃস্ব হয়েছি,
পড়ছেনা ঠিক মনে তাকে কোথায় দেখেছি!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০১-২০১৯ | ১৯:৪২ |

    নিরন্তর শুভেচ্ছা মি. নূর ইসলাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৯-০১-২০১৯ | ২০:২৪ |

    শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৯-০১-২০১৯ | ২০:২৪ |

    দারুণ বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...