তোমার নিজের হাতের মুঠোয় সফলতার চাবি,
ইচ্ছা থাকলে সম্ভব হবে তোমার দ্বারা সবি।
পরিশ্রমী হতে পারলে সফল হওয়া যায়,
অলসতা ব্যর্থ হবার প্রধান অন্তরায়।
স্বপ্ন দেখে সময় গেলে করবে কখন কাজ?
কাল করবে না ভেবে তা, করে ফেল আজ।
ন্যুনতম অবহেলায় বিশাল সর্বনাশ,
আড়ষ্টতা, অলসতা পাঠাও পরবাস।
সফল হতে করতে হবে কঠোর পরিশ্রম,
সু-জন দিবে সুবুদ্ধিটা হলে মতিভ্রম।
কু-জন সদাই পাশে থাকে মারে পিছুটান,
বিবেক খাটাও বুদ্ধি চালাও পাবে পরিত্রাণ।
তোমার জীবন যুদ্ধ তোমার নিজের করতে হবে,
চলার পথে ভুল ধরবার অনেক মানুষ পাবে।
সঠিক পথটা যে জন দেখায় মান্য করবে তাঁকে,
আয় ফিরে আয় পেছন থেকে ডাকবে অনেক লোকে।
কারো কথায় কান না দিয়ে নিজের মত চলো,
পরিশ্রমী হও আর সদা সত্য কথা বলো।
ন্যায়ের পথে থাকলে তুমি করতে পারবে সবি,
বুঝবে তখন নিজের হাতেই সফলতার চাবি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ধন্যবাদ কবি।
আমার পোস্টে শেষ কবে আপনার শুভাগমন ঘটেছিলো জানিনা। 
loading...
আমি অত্যন্ত লজ্জিত দিদি ভাই। আসলে আমি খুব কম সময় পাই। এই জন্য নিজের পোষ্টের কমেন্টের প্রতিউত্তর ও মাঝে মধ্যে করতে পারি না। তবে মাঝে মধ্যে তো সবার লেখাই পড়ি। যদিও কমেন্ট করার সময় হয়ে ওঠেনা। তবে এখন থেকে অবশ্যই করব। ভালো থাকবেন।
loading...
শুভেচ্ছা কবি বাবু দা।
loading...
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
loading...
সঠিক পথটা যে জন দেখায় মান্য করবে তাঁকে,
আয় ফিরে আয় পেছন থেকে ডাকবে অনেক লোকে।
loading...
ভালো থাকবেন মুরুব্বী। আমার জন্য দোয়া করবেন।
loading...
নিজের কমবেশী আর অন্য কারো পোস্ট আপনার মন্তব্য খুবই বিরল বাবু ভাই।
loading...
আমি অত্যন্ত লজ্জিত দাদা ভাই। আসলে আমি খুব কম সময় পাই। এই জন্য নিজের পোষ্টের কমেন্টের প্রতিউত্তর ও মাঝে মধ্যে করতে পারি না। তবে মাঝে মধ্যে তো সবার লেখাই পড়ি। যদিও কমেন্ট করার সময় হয়ে ওঠেনা। তবে এখন থেকে অবশ্যই করব। ভালো থাকবেন।
loading...