তুমি কোথায় আর আমি কোথায়?
দেহে কি চায় আর প্রাণে কি চায়?
কি রহস্যের সৃষ্টি করে,
দেহ প্রাণের সমন্বয়?
প্রাণ কি ভাবে? দেহ কি চাবে,
কাঙ্ক্ষিত সুখ, কখন পাবে?
উজাড় করে সব বিলিয়ে,
দিনের শেষে নিঃস্ব হবে?
নিক লুটে নিক এই অবেলায়,
যাই ভেসে যাই সুখের ভেলায়।
প্রাণ পেয়েছে দুঃখ কষ্ট,
দেহ পায়নি ভোগের সময়।
যার মাঝেতে প্রাণকে সাজাই,
সুখের মোহে কষ্টে ভাসাই!
ছুটে চলা বেপরোয়া
অজানাতে বাঁধন ছাড়াই।
আদর স্নেহে ক্লান্ত দেহে,
আনন্দ দেয় অন্ধ মোহে!
দেহের মাঝে সুখ খুঁজে নেই,
কষ্ট দেবার তুমি কে হে?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
" প্রাণ কি ভাবে? দেহ কি চাবে, কাঙ্ক্ষিত সুখ, কখন পাবে?
উজাড় করে সব বিলিয়ে, দিনের শেষে নিঃস্ব হবে?" ___ প্রশ্ন হলেও মুগ্ধ হলাম কবি।
loading...
অনেক ধন্যবাদ মুরুব্বী। ভালো থাকুন।
loading...
বেশ লাগলো ছন্দ লিখার কবিতাটি। নন্দিত শুভেচ্ছা কবি বাবু ভাই।
loading...
অনেক ধন্যবাদ দাদা।
loading...
তারপরও অনেক ভাল থাকুন কবি বাবু দা। আপনার জন্য শুভেচ্ছা।
loading...
ভালো থাকুন দিদি।
loading...