স্বাধীনতার চেতনা

পরাধীনতার গ্লানি মুছে দিল বাঙ্গালীর স্বাধীনতা,
কি আশা ছিল শহীদের প্রাণে কেউ ভাবে সে কথা?
নির্মম ভাবে লুটে নিয়েছিল মা বোনের সম্ভ্রম,
রক্ত ঝরায়ে সফলতা পেয়েছে স্বাধীনতা সংগ্রাম।

মুক্ত আকাশে উড়েছে পাখী স্বাধীন হয়েছে দেশ,
তবুও আজো বাঙ্গালীতে মিশে পরাধীনতার রেশ।
রেষারেষি আর হানাহানিতে মাতোয়ারা যেন সবাই,
ব্যক্তি স্বার্থে অন্ধ সকলে দেশেপ্রেম চেতনা নাই।

লাঠালাঠি আর কাটাকাটি হয় কত কথা বলাবলি,
ক্ষমতার নেশায় অন্ধ হয়ে স্বদেশ জলাঞ্জলি।
বাংলাকে বুকে আগলে রেখে দেশকে ভালোবাসা,
দশের সেবায় নিবেদিত প্রাণ ছিল শহীদের আশা।

লোভের পাপে দেশপ্রেম মরে বানিজ্যে নিয়েছে রূপ,
সবুজ শ্যামল সোনার বাংলা মনে হয় মৃত্যু কূপ।
ভাইয়ে ভাইয়ে আজ শত্রু হয়েছে মিথ্যা ক্ষমতা লোভে,
শহীদের সেই বিদ্রোহী চেতনা ফেঁটেছে দুঃখে ক্ষোভে।

বাংলা আছে বাঙ্গালী আছে দেশ প্রেম যেন নাই,
চিন্তা চেতনায় খাঁটি বাঙ্গালী আজো আমি খুঁজে যাই।
তাঁদের প্রাণের স্বপ্ন ছিলনা এমন বর্বরতা,
নির্ভয়ে নিজ প্রাণ সপে যারা দিয়ে গেছে স্বাধীনতা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-১২-২০১৮ | ২১:৩৫ |

    মুক্ত আকাশে উড়েছে পাখী স্বাধীন হয়েছে দেশ,
    তবুও আজো বাঙ্গালীতে মিশে পরাধীনতার রেশ।
    রেষারেষি আর হানাহানিতে মাতোয়ারা যেন সবাই,
    ব্যক্তি স্বার্থে অন্ধ সকলে দেশেপ্রেম চেতনা নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-১২-২০১৮ | ১৮:৪৯ |

      দেশপ্রেম আজ এক বানিজ্যের নাম।

      ভালো থাকুন মুরুব্বী।

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১১-১২-২০১৮ | ২১:৪৪ |

    স্বাধীনতা আর বিজয় রক্ষায় প্রকৃত দেশপ্রেমী মানুষের ঐক্যবদ্ধ থাকতে হবে কবি বাবু ভাই। আসছে নির্বাচন।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ১১-১২-২০১৮ | ২১:৪৭ |

    বাংলা আজও আছে বাঙ্গালীও আছে শুধু দেশ প্রেম ঝালাই করে নিতে হবে। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৪-১২-২০১৮ | ১৮:৫০ |

      প্রতিটা মানসিকতার পরিবর্তনের অপেক্ষায় আছি।

      GD Star Rating
      loading...