কবি যদি মরে যায়


কবি যদি মরে যায়, অকালে ঝরে যায়,
ব্যস্ত এ ভুবনে, কে তাঁর খোঁজ নেয়?
তবুও এই কবি, তুলে ধরে সব দাবী,
রাষ্ট্র বা সমাজের, বঞ্চিত সকলের।

যত সে জ্বালা সয়, তত হক কথা কয়,
মিথ্যা ঠিকই হারে, কলমেরই জয় হয়।
সত্যের সন্ধানে, ছুটে যায় সব খানে,
মানুষের কল্যানে, সব সাজা নেয় মেনে।

সয় কবি অবহেলা, কষ্টের পথ চলা,
স্বভাবটা থেকে যায়, ন্যায়ের কথা বলা।
সেই কবি একদিন, পড়ে রয় সাথী হীন,
কেউ তাঁর ব্যথা গুলো, বোঝেনি তো কোনদিন।

বলেছে যা কলমে, গেঁথে রয় মরমে,
অবহেলেছিল যারা, ঢাকে মুখ শরমে।
দু চোখের লোনা জলে, গিয়েছিল যা বলে,
আজ তা মেনে নিতে, উদ্যত সকলে।

অথচ এই কবি, এঁকেছিল যে ছবি,
ঠিক তাঁর আড়ালেই, ঢাকা ছিল এই রবি।
শত ব্যথা বেদনায়, সত্যই বলে যায়,
কার কি যায় আসে, কবি যদি মরে যায়?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ০১-১২-২০১৮ | ১৭:০৯ |

    আসলে ঠিকই বলেছেন কবি বাবু দা। শুভেচ্ছা নিন।

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০১-১২-২০১৮ | ১৮:৪০ |

    মুগ্ধ হলাম কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০১-১২-২০১৮ | ১৯:২০ |

    কবি'কে বাঁচাতে হবে। সবাই কবি নয়; কেউ কেউ কবি। কবি সমাজের আর্শী।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০২-১২-২০১৮ | ১২:১৮ |

      কাউকে কি আজীবন বাঁচিয়ে রাখা সম্ভব?

      ভালো থাকবেন মিঃ মুরুব্বী।

      GD Star Rating
      loading...
  4. ইলহাম : ০১-১২-২০১৮ | ১৯:২১ |

    ঠিকই বলেছেন প্রিয় ইমাম ভাই! 

    যার যখন মৃত্যু আসবে তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

    মৃত্যু চির সত্য।  আপনি, আমি এবং আমাদের সবার মৃত্যু হবে। শুধু ২ দিন আগে আর পরে । কারণ যমদূত অন্ধ।  যে  চেনে না কে রাজা কে প্রজা বা কে ধনী আর কে গরীব। সুতরাং এ সত্যকে  সহজ ভাবে মেনে নেয়াটাই আমার কাজে যুক্তি সংগত মনে হয়।           

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০২-১২-২০১৮ | ১২:১৯ |

      মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

      ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...