তুমি ও পারবে


সবাই যদি পারে তবে, তুমি কেন পারবে না?
এমনি করে আর কখনো, গোমড়া মুখে থাকবে না।
তাকিয়ে দেখো সবাই কেমন, ছুটছে ভীষণ গতিতে,
অলস ঘরে বসে থেকে, পড়ছ কেন ক্ষতিতে?

এই জগতের কোন কিছু, মানুষের অসাধ্য নয়,
সফলতা পেতে হলে, সফল চেষ্টা থাকতে হয়।
অনেক দূরের রাস্তা ভেবে, কেউ যদি গো বসে রয়,
ভুলের অভিশাপে তবে, আসবে নেমে পরাজয়।

মানুষ যদি ভাবতে পারে, ভিন্ন গ্রহে বসতি,
একটু তুমি ভেবে দেখো, চেষ্টা করতে নেই ক্ষতি?
সফলতা নিয়ে কেহ, পৃথিবীতে আসে না,
একের পর এক চেষ্টা করলে, বিফল তুমি হবে না।

তোমার ভেতর সাহস আছে, আছে ভীষণ শক্তি,
লজ্জা ফেলে নিজের কাজকে, করতে হবে ভক্তি।
মনে রেখো ন্যায়ের পথে, কোন কাজই ছোট নয়,
ভুলের রাজ্যে থাকলে হয়তো, কাজকে ছোট মনে হয়।

কোন একদিন সে ভূল ভাঙে, কাজই সঠিক মনে হয়,
অবহেলা করতে করতে, শেষে সব হারিয়ে যায়।
উদ্যম আছে সাহস আছে, শুধু রাখো মনের জোর,
আছে তোমার বিদ্যাশিক্ষা, কষ্ট করলে কাটবে ঘোর।

অনুসরণ করো তাদের, যারা সফল হয়েছে,
চেষ্টায় থেকে কত জ্ঞানী, জীবন সপে দিয়েছে।
বিফলতার গ্লানি কিন্তু, আঁধার হতেও কালো,
বরং সফল হতে গিয়ে, জীবন দেওয়াই ভালো।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-১২-২০১৮ | ৮:২৩ |

    'উদ্যম আছে সাহস আছে, শুধু রাখো মনের জোর,
    আছে তোমার বিদ্যাশিক্ষা, কষ্ট করলে কাটবে ঘোর।'

    ___ সৎ আবাহন। শুভ সকাল কবি মি. নূর ইমাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০২-১২-২০১৮ | ১২:২২ |

      অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  2. রুকশানা হক : ০১-১২-২০১৮ | ৮:৪৫ |

    বাহ !  চমৎকার উদ্দীপনায় ভরা ছড়াকাব্যটি পড়লাম।  মুগ্ধতা রইলো কবি। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০২-১২-২০১৮ | ১২:২২ |

      অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০১-১২-২০১৮ | ১২:১০ |

    প্রগতির কথা মনের মধ্যে আশা জাগায়। মোটকথা আমাদের সবাইকে পারতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০২-১২-২০১৮ | ১২:২৩ |

      অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

       

       

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ০১-১২-২০১৮ | ১৯:০৯ |

    অনবদ্য।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০২-১২-২০১৮ | ১৩:০০ |

      অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...