তোমায় ছাড়া


সঙ্গী ছাড়া একলা একা, বেঁচে থাকা যায় কি?
তোমায় ছাড়া বেঁচে থাকা, মরণ সম নয় কি?
নিঃস্ব আমার সরল প্রাণে, তুমি হলে বিশ্বাস,
শয্যাশায়ী মরণ কালে, ফিরে পাওয়া নিঃশ্বাস!

তোমার দূরে দূরে থাকা, অবুঝ প্রাণে সয় না,
দিন চলে যায় ভেবে ভেবে, রাতগুলো শেষ হয় না!
কষ্ট গুলো কোন ভাবেই, চায় না দিতে মুক্তি,
এক মুহূর্ত যায় না সওয়া, তোমার এই বিভক্তি!

ব্যথী হৃদয় ব্যকুল থাকে, পেতে তোমার সন্ধান,
আবার ভাবি ভুলে যাবো, চেষ্টা করি আপ্রাণ!
কোন ভাবেই ওই হাঁসি মুখ, ভুলে থাকা যায় না,
অহর্নিশি প্রাণ করে যায়, খুঁজে পাবার বায়না!

উজাড় করে ভালোবাসার, এটা কেমন প্রতিদান?
ঝরে গেছে অশ্রু আমার, এক সমুদ্র পরিমান!
আমার প্রতি পলকেতে, প্রতিচ্ছবি ভেসে রয়,
ব্যথায় কাতর আমি তোমায়, কবে খুঁজে পাবো হায়!

আজো যেমন চাঁদ উঠে যায়, ফুল ফুটে রয় বাগানে,
দহন জ্বালার অপেক্ষা আর, সয় না যে এই পরাণে!
ভালোবাসার প্রতি ধাপে, এমন কষ্ট হয় কি?
তোমায় ছাড়া একলা একা, বেঁচে থাকা যায় কি?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-১১-২০১৮ | ২৩:০২ |

    আজো যেমন চাঁদ উঠে যায়, ফুল ফুটে রয় বাগানে,
    দহন জ্বালার অপেক্ষা আর, সয় না যে এই পরাণে!

    সার্থক কবিতা প্রিয় কবি মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল। Smile

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৫-১১-২০১৮ | ১০:৩৬ |

      অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
      ভাল থাকুন সর্বক্ষণ।

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৫-১১-২০১৮ | ১৬:৫৭ |

    কোট করার মতো অসাধারণ কিছু লাইন এই কবিতায় রয়েছে। অভিনন্দন কবি বাবু ভাই। Smile

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-১১-২০১৮ | ২০:৪৪ |

      অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
      ভাল থাকুন সর্বক্ষণ।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ২৫-১১-২০১৮ | ১৮:৩৯ |

    সঙ্গী ছাড়া একলা একা বেঁচে থাকা অর্থহীন কবি বাবু দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৭-১১-২০১৮ | ২২:৩৫ |

      অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 
      ভাল থাকুন।

      GD Star Rating
      loading...
  4. নূর ইমাম শেখ বাবু : ২৭-১১-২০১৮ | ২০:৪৪ |

    অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
    ভাল থাকুন সর্বক্ষণ।

    GD Star Rating
    loading...