আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন বিক্রি করি,
যে স্বপ্নকে কেন্দ্র করে যুদ্ধ প্রলয়ঙ্করী।
বক্ষে পোষণ করতে তারে দেহ অন্তর উজাড়,
নতুনত্বে পরিপূর্ণ প্রাণবন্ত অনড়।
দেশান্তরে অবিরত ছুটছি তাড়নায়,
সম্মুখেতে উত্থাপিত বিস্মিত বিস্ময়।
আলিঙ্গনের সুপ্ত আশা প্রানেতে সঞ্চিত,
আপনমনে বুনে তারে রেখেছি গচ্ছিত।
আহা স্বপ্ন দারুন স্বপ্ন বোঝে প্রাণের ভাষা,
সমাধানে সজ্জিত সে হাজারো জিজ্ঞাসা।
বস্তাবন্দী জ্ঞানের বাতি ভেজা খড়েও জ্বলে,
বাস্তবে রুপ নিতে স্বপ্ন মোমের মত গলে।
স্বপ্ন বেঁচে পরিচ্ছন্ন নগরের জঞ্জাল,
আদর স্নেহে পরিণত বিগ্রহ উত্তাল।
হিংসা বিদ্বেষ রেষারেষি স্বপ্নে ভূলুণ্ঠিত,
স্বর্গ সুখে ভরতে ভুবন সর্বদা উদ্যত।
স্বপ্ন শুধুই স্বপ্ন নয়তো প্রাণের প্রতিচ্ছবি,
স্বপ্ন নিয়ে উদিত হয় অস্তমিত রবি।
আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন বেঁচে বেড়াই,
দুঃস্বপ্নের উপস্থিতি অদৃষ্টের দোহাই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার লিখা গুলোন পড়তে পড়তে এক ধরণের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বলতে পারেন ভক্ত হয়ে পড়ছি আপনার লিখার। অভিনন্দন মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল।
loading...
কৃতজ্ঞতা জানাই মিঃ মুরুব্বী।
ভাল থাকুন। ধন্যবাদ।
loading...
এতো সুন্দর একটি কবিতা বারবার পড়া যায়। অভিনন্দন কবি বাবু দা।
loading...
অনেক ধন্যবাদ গো দিদি।
ভাল থাকবেন।
পাশে থাকবেন এটাই কামনা।
loading...
স্বপ্ন শুধুই স্বপ্ন নয়তো প্রাণের প্রতিচ্ছবি,
স্বপ্ন নিয়ে উদিত হয় অস্তমিত রবি।
উদিত রবি কিরণের শুভেচ্ছা বাবু ভাই।
loading...
অনেক ধন্যবাদ দাদা। ভাল থাকুন।
loading...