হোক না নগন্য, অথবা জঘন্য।
থাকলে তারুন্য, হবেই বরেন্য।
ক্ষিপ্রতা সময়ের,উচ্ছাস আবেগের।
ভ্রান্ত পথে চলা, স্বভাব না বয়সের।
বিভেদের মন্ত্রনা, উদাসী যন্ত্রণা,
প্রশান্ত রুপ নেবে, কর শুধু প্রার্থনা।
অগ্রের যাত্রী, কৃষ্ণ রাত্রি।
আলোকিত করবে, দেখবে ধরিত্রী।
কি জাত ধর্ম, মূলধন কর্ম।
নিশ্চয়ই ভাঙবে, বিভেদের বর্ম।
ওরা হল গর্ব, করনা খর্ব।
স্বর্ণের কুণ্ডলী, নয় অথর্ব।
ওরা বলে বলীয়ান, উদাত্ত মহীয়ান।
ভুবনের স্বার্থে, করে সুখ সন্ধান।
সমাজের অবক্ষয়, রুখে দেয় অন্যায়।
পৃথিবীকে হাসাতে, যত যন্ত্রণা সয়।
আলোকিত প্রান্তর, অস্থায়ী নশ্বর।
দাও তারে দীক্ষা, না হয় অঙ্গার।
কর তারে গন্য, ধরা হবে ধন্য।
কল্যাণ জন্য, শুধুই তারুণ্য।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ইয়াহু।
আপনার অসাধারণ এই কবিতায় আমার প্রথম মন্তব্য বাবু দা। পুনরায় বলি অসাধারণ। 
loading...
অনেক ধন্যবাদ দিদি। ভাল থাকবেন।শুভ সন্ধ্যা।
loading...
শুভ সন্ধ্যা।
loading...
'কি জাত ধর্ম, মূলধন কর্ম।
শুভ সন্ধ্যা।
নিশ্চয়ই ভাঙবে, বিভেদের বর্ম।
ওরা হল গর্ব, করনা খর্ব।
স্বর্ণের কুণ্ডলী, নয় অথর্ব।' ___ শতকরা শতভাগ নাম্বার দিলাম।
loading...
প্রিয় মুরুব্বী,
প্রীতি নিন, শুভেচ্ছা নিন, শুভ কামনা জানাই। ভাল থাকুন। ধন্যবাদ।
loading...
স্পৃহা আর প্রগতির কবিতা। শুভেচ্ছা কবি বাবু ভাই।
loading...
প্রীতি নিন চক্রবর্তী দা।
শুভেচ্ছা নিন, শুভ কামনা জানাই।
ভাল থাকুন। ধন্যবাদ।
loading...
loading...
দারুণ দারুণ
loading...
শুভেচ্ছা নিন, শুভ কামনা জানাই।
ভাল থাকুন। ধন্যবাদ।
loading...