গেলে আর আসে না


এই শ্বাস টেনে নিলে
পারবে কি ছাড়তে?
ভাঙা ঘর ভাঙা কাঁচ
পারবে না জুড়তে!

থেমে গেলে এই দম
পারবে কি নড়তে?
ভাঙা পা নিয়ে গাছ
পারবে না চড়তে!

পাবে না তাকে আর
নেই যে এ রাতে,
বিরহ দিবে উকি
হাজারো আঘাতে!

যে গেছে ব্যথা দিয়ে
পারবে না ভুলতে,
যার তরে সুখ পাও
বাঁধা তারে তুলতে।

আসে যায় আসে যায়
যায় আর আসে না,
হারানোর ব্যথা কেউ
কোন দিন ভোলে না।

VN:F [1.9.22_1171]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.22_1171]
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-১০-২০১৮ | ৯:৩১ |

    হারানো দিন আর সঞ্চিত ধন হারিয়ে গেলে কখনও ফেরে না। শুভ দিন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
    • নূর ইমাম শেখ বাবু : ১৯-১০-২০১৮ | ১১:৪০ |

      ঠিক বলেছেন মুরুব্বী।

      সঞ্চিত ধন হারিয়ে গেলে আর ফিরে আসেনা!

      VN:F [1.9.22_1171]
      Rating: 0 (from 0 votes)
  2. মুরুব্বী : ১৯-১০-২০১৮ | ৯:৩৪ |

    মি. ইমাম শেখ বাবু। আপনি নিজ পোস্ট ব্যাতিত অন্যের পোস্টের কোন মন্তব্য মুছতে পারবেন না। আর মন্তব্যে ছবি যোগ পানির মতো সহজ। যে কোন গুগল অথবা ভিন্ন লোকেশনের ইমেজ এ আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে … Copy Image Location সিলেক্ট করুন। তারপর এই মন্তব্য বক্সের Image চিহ্নে Ctrl+V চাপুন।
    ছবি চলে আসবে। ট্রাই করে দেখতে পারেন।

    ধন্যবাদ। Smile

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
    • নূর ইমাম শেখ বাবু : ১৯-১০-২০১৮ | ১১:৩৬ |

      VN:F [1.9.22_1171]
      Rating: 0 (from 0 votes)
    • নূর ইমাম শেখ বাবু : ১৯-১০-২০১৮ | ১১:৩৮ |

      মুরুব্বী!

      আমি চাচ্ছি আমার পিসি থেকে ইমেজ পোষ্ট করতে। কোন পেজ থেকে নয়। 

      আশা করি সমাধান দিবেন।

      ধন্যবাদ।

       

      VN:F [1.9.22_1171]
      Rating: 0 (from 0 votes)
    • মুরুব্বী : ১৯-১০-২০১৮ | ১৮:২৬ |

      পিসি থেকে মন্তব্যের ঘরে ফটো আপলোডের অপশন একসময় ছিলো। সেটা রহিত করা হয়েছে। কেননা এখানে আপনি যত বড় ছবিই আপলোড করুন না কেন, প্রদর্শিত হবে ডিফল্ট একটি সাইজে।

      সুযোগটি যখন ছিলো তখন অনেককেই দেখা গেছে কারণে অকারণে অতি বড় সাইজের ছবি আপলোড করতেন। ফলতঃ সার্ভারের ডেটাবেইজ অতিরিক্ত ভারী হতো। বিধায় বন্ধ করে দেয়া হয়েছে। Smile 

      VN:F [1.9.22_1171]
      Rating: 0 (from 0 votes)
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৯-১০-২০১৮ | ১৯:২৯ |

    আমাদের সবাইকে একদিন অজান্তে চলে যেতে হবে এটাই সত্য।

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  4. রিয়া রিয়া : ১৯-১০-২০১৮ | ২০:৪৪ |

    ছন্দ কবিতা আমার ভাল লাগে। অভিনন্দন জানবেন শেখ বাবু দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)