বিজ্ঞান


বিচক্ষণ প্রতিযোগিতায় সময় কখনো হার মানবে না,
অবাধ বয়ে চলা তাঁর দাড়াবে না কখনই থমকে।
প্রযুক্তির অভিশাপে প্রকৃত মানুষ বিপন্ন প্রায়,
সূর্য তবু অস্তমিত হয়নি চিরতরে।

নক্ষত্রের রশ্মি ছড়িয়ে আকাশ সাজানো,
আজো বিদ্যমান এবং তা চিরন্তন।
ধুমকেতু আর ছায়াপথে বিচরন করতে,
এক অলৌকিক অনুভূতি জাগে শুনেছি।

মেঘের ভেলায় ভাসতে কার না মন চায়,
চাঁদের আলো মেখে বসে থাকে জ্যোৎস্না।
গ্রাস করে শান্তির নিরলস ছন্দ,
আঁধারে ঘিরে ধরে আবিষ্কারের নেশাকে।

পরিচ্ছন্নতায় মেতে ওঠে সুদুরের ছায়াপথ,
প্রাণপণে ছুটে চলে গ্রহ থেকে নক্ষত্রে।
কৌতূহল হয়তো দায়ী নয় অশান্তির জন্যে,
তবু তাঁর থেকেই উদ্ভব সময়ের দূষণ।

মহাকাশ বেয়ে নেমে আসে প্রকৃতির ক্রন্দন,
ধুমকেতুর ইশারায় পেরিয়ে যায় সহস্র বছর।
বাঁধভাঙ্গা ক্রন্দন বুকফাটা চিৎকার প্রতিক্ষণে,
ঠিক তখনি অন্য কোথাও আবিষ্কারের উৎসব।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১৭-১০-২০১৮ | ২০:০৭ |

    ভাল হয়েছে গদ্য কবিতাটি বাবু দা। শুভ সন্ধ্যা শুভক্ষণ।

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৭-১০-২০১৮ | ২১:১৮ |

    কবিতায় একনলেজমেন্ট জানিয়ে গেলাম শেখ বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৭-১০-২০১৮ | ২১:৩৯ |

      কবিতার মহাসাগরে ঝরে পড়া এক ফোঁটা বৃষ্টি আমি দাদা। 

      অতি সাধারণ কাঁচা হাতের লেখনী আমার।

      ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থী।

      ভাল থাকবেন, ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ১৭-১০-২০১৮ | ২২:২৭ |

    গতানুগতিক আমি তুমি সে'র বাইরে কিছুটা আলাদের গড়নের লিখা পড়তে নেহায়েত মন্দ লাগে না। ধন্যবাদ মি. নূর ইমাম শেখ বাবু। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৭-১০-২০১৮ | ২২:৩৯ |

      আসলে মুরুব্বী কোন কিছু লিখতে গেলে দেখা যায় কেউ সেটা আগেই লিখে ফেলেছেন। একই পৃথিবী, একই প্রসঙ্গ, একই মানুষ, একই ভালবাসা ইত্যাদি……

      নতুনের দেখা পেতে চাই মুরুব্বী।

      ছুতে চাই নতুনকে।

      নিতে চাই নতুন নিঃশ্বাস।           ভাল থাকুন।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ১৭-১০-২০১৮ | ২৩:১৮ |

        ধন্যবাদ। Smile

        GD Star Rating
        loading...
  4. মোঃ খালিদ উমর : ১৭-১০-২০১৮ | ২৩:১২ |

    কবি ভাই, আপনের বিজ্ঞান পইড়া আমি অজ্ঞান হইয়া গেলাম, প্লিজ তারাতারি ডাক্তার ডাকেন!

    GD Star Rating
    loading...