সুখের সন্ধানে

আমার ঘরের অভাব
আর তোমার বাজে স্বভাব,
নুন পান্তার এ সংসারে
ফেলছে ব্যাপক প্রভাব।

টেনে হিঁচড়ে চলা
আর হেঁসে মিথ্যে বলা,
তাঁর মধ্যে গলার কাঁটা
তোমার ছলাকলা।

সবই শুনে বুঝে
এই অভাবের মাঝে,
মাথা বেঁচে কিছু টাকা
দিলাম হাতে গুজে।

নিয়েই পগার পার
বোঝালাম বার বার,
শুনি অনেক পয়সা ওয়ালা
হাত ধরেছো যার।

কোটি টাকার মাঝে
ব্যস্ত ভীষণ কাজে,
তোমায় শুধু ইউজ করে
বিহেব করে বাজে।

লাজে ঢাকি মুখ
কষ্টে ফাটে বুক,
সেদিন তুমি সুখী হবে
তোমায় খুঁজলে সুখ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।