নূর ইমাম শেখ বাবু-এর ব্লগ

রোজ কবিতা রচি
কবিতার মাঝে বাঁচি,
কিন্তু আমি বসত করি
মৃত্যুর কাছাকাছি!

মাদক আর ধর্ষণ
মাদক আর ধর্ষণ
তর্জন গর্জন প্রতিদিন ধর্ষণ,
অর্পণ দর্পণ মাদকের বর্ষণ!
নিঃশ্বাস বিশ্বাস প্রহসন আশ্বাস,
উচ্ছাস উদ্ভাস প্রাপ্তি নাভিশ্বাস! অন্যায় বন্যায় সর্বদা তন্ময়,
অক্ষয় অব্যয় দুর্নীতি জন্মায়!
সচেতন অচেতন আস্থা বিনোদন,
পরিজন প্রতিজন স্বার্থের বিচরন! নিরাশায় দুরাশায় প্রাণপণ পিপাসায়,
নিরালায় দ্বিধা দায় নতুনের পরিচয়।
নিস্তেজ নিঃশেষ থমথমে পরিবেশ,
অনিমেষ নানা বেশ অন্যায় পরিশেষ! প্রহসন পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৮৬ বার দেখা | ৯৯ শব্দ ১টি ছবি
সম্বোধন
সম্বোধন
খুব সস্তায় তবে কি জাতি বেঁচে দিলো যোগ্যতা?
আর কিনে নিলো বেশ চড়া দামে নির্লজ্জ নগ্নতা?
এক নদী লাল রক্ত দিয়ে দাসত্বই করল বরণ?
পাইনা খুঁজে ভাষা কি বলে করবো সম্মোধন! লাঞ্ছিত আর বঞ্চিতদের অধিকার নিলো কেড়ে,
নিরপরাধকে কারাগারে রেখে অপরাধী পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪০৪ বার দেখা | ১১৮ শব্দ ২টি ছবি
অপূর্ণতা
অপূর্ণতা
লোকে যা চায় পায় না বন্ধু
চায়না যা তাই পায়,
আপন ছেড়ে চায়না যেতে
তবু যেতেই হয়। হাসতে যতই চাওনা কেন
কাঁদতে তোমার হবেই,
যতই থাকুক টাকা কড়ি
অভাব লেগে রবেই। থাকুক সারা জীবন জুড়ে
হাসির কোলাহল,
তৈরী থাকো কাল বা পরশু
ঝরবে চোখের জল। আপন পড়ুন
কবিতা | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫১৩ বার দেখা | ৮৯ শব্দ ১টি ছবি
গুণীদের প্রেরণায়
গুণীদের প্রেরণায়
গুণীদের প্রেরণায়, সামাজিক চেতনায়,
বহুরুপী ভিন্নতা, অদ্ভুদ অভিনয়।
ইচ্ছার প্রহসন, আস্থার নিরসন,
বিবস্ত্র সংঘাতে, আত্মার প্রণোদন। প্রাণে দুর্ভিক্ষ, নিবেদন সূক্ষ,
নিজেরই অজান্তে, নিজে প্রতিপক্ষ।
পরিতাপ লজ্জায়, ব্যথাতুর শয্যায়,
যুক্তির জল্পনা, দুর্বল সত্ত্বায়। সাধ নির্লজ্জ, মোহ পরিত্যায্য,
অন্তরে দাবানল, নিভৃতে সহ্য।
স্নেহের প্রতিদান, মনপ্রাণ বলিদান,
কুৎসিত তন্ত্রে, চেতনা মহীয়ান। জীবন অনাড়ম্বর, অতলের গহ্বর,
লজ্জিত পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৬২ বার দেখা | ৬১ শব্দ ১টি ছবি
চেতনা ২
চেতনা ২
তুমি ফিরে এসো
জঘন্যতার অবসান ঘটিয়ে
কোমলতার পরশ বুলাতে।
অন্ধকারাচ্ছন্ন আঁধার পৃথিবীতে
আলোর উজ্জ্বল প্রদীপ জ্বালাতে।
আজ শুধু তোমাকেই খোঁজে
অতৃপ্ত প্রতিটা হৃদয়।
প্রতারনার বেড়াজালে আবদ্ধ
মৃতপ্রায় বৃহৎ জনগোষ্ঠীর
স্বার্থ উদ্ধারের প্রয়োজনে
উদাত্ত আহবান শুধুমাত্র তোমাকেই।
তুমি ফিরে এসো সূর্যোদয়ের সাথে
অথবা অশান্ত ঢেউয়ের তালে
কিংবা পূর্ণিমার পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৫৪ বার দেখা | ৯১ শব্দ ১টি ছবি
চেতনা
চেতনা

দেয়ালে ঠেকেছে বেদনা লেগেছে চেতনা উঠেছে জেগে,
সত্য বলায় রশি গলায় প্রতিনিধি গিয়েছে রেগে!
জনতা ক্ষেপেছে স্লোগান তুলেছে কাঁদছে মাতৃভূমি,
ঝরছে রক্ত ধরা বিভক্ত এখনো ঘুমাও তুমি? হয়েছে জানা করনা মানা শুনবেনা কেউ বারণ,
আইন কানুন বলছি শুনুন বদলে ফেলেছে ধরণ!
আজ পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫২০ বার দেখা | ১৩০ শব্দ ১টি ছবি
আত্মতুষ্টি
আত্মতুষ্টি
আত্মাটাকে তৃপ্তি দিতে সত্বা বেজায় ব্যস্ত,
জীবনের উৎকর্ষ সাধন আরাধনায় ন্যস্ত।
ক্ষুদ্রতম প্রশান্তিময় পরশ করে সন্ধান,
কাংখিত সে সুখের ক্ষণে বেদনারা অম্লান। সব পেয়েও সত্ত্বা জুড়ে ব্যপ্তি অসন্তুষ্টি,
বৃহৎ কাঁদে সুখে হাসে ক্ষুদ্র জনগোষ্ঠী!
ভ্রম্মান্ড-ময় অশ্রু ঝরে শান্তি কি বিলুপ্ত?
বন্দীশালা হতে মানুষ কবে হবে মুক্ত? চতুর্দিকে ছুটন্ত পড়ুন
কবিতা | ১২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৬২ বার দেখা | ৯৯ শব্দ ১টি ছবি
সেই হয়েছে পর
সেই হয়েছে পর
ঝরনার মতো অশ্রু ঝরেছে মিশেছে বুকের নদে,
সুখের বদলে দুঃখ পেয়েছি জীবনের প্রতি পদে!
সব কিছু যাকে দিয়ে গেছি সপে সে হয়ে গেছে পর,
যাকে পথ হতে টেনে তুলে এনে বানিয়ে দিয়েছি ঘর- সেই স্বজনই আমার ঘরে জ্বালিয়ে গিয়েছে আগুন,
চোখের জলে গিয়েছে ভেসে আমার পড়ুন
কবিতা | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৪৪ বার দেখা | ১৩৪ শব্দ ১টি ছবি
বাবার চোখে জল!
বাবার চোখে জল!
আচ্ছা বাবা পৃথিবীতে
থাকতে এত মেয়ে,
কেন বিয়ে করলে তুমি
মা-মণিকে যেয়ে? মা-মনি যে সারাটাদিন
তোমায় ভীষণ বকে,
কোথায় যাচ্ছো কখন ফিরছো
রাখেন চোখে চোখে। কেনা কাটা বাজার সদাই
হলেই একটু ভুল,
ভীষণ ক্ষেপে টেনে ছেড়েন
তোমার মাথার চুল। ঈদের দিনেও মা-মণিকে
থামিয়ে রাখা দায়,
আমার ক্লাসের সিমির আম্মু
এমন কিন্তু নয়। কেন তুমি মা-মণিকে
এতটা ভয় পড়ুন
কবিতা | ১২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২২ বার দেখা | ৬৮ শব্দ ১টি ছবি
কি জবাব দিবি?
কি জবাব দিবি?
দু চারটে দিন হয়তো মায়ের মুছবি চোখের জল,
একাকী জননী সারাটা জীবন কি নিয়ে বাঁচবে বল?
কি গ্যারান্টি আন্দোলনে ন্যায় বিচার তুই পাবি?
চলে গেল যার নাড়ি ছেড়া ধন তাকে কি জবাব দিবি? সঠিক ভাবে বিচার হলে হয়তো হবে ফাঁসি,
আরো কিছু মার কোল খালি পড়ুন
কবিতা | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৩৮ বার দেখা | ২৩৫ শব্দ ১টি ছবি
কাপুরুষ তুই কাপুরুষ!
কাপুরুষ তুই কাপুরুষ!
কাপুরুষ! তুই কাপুরুষ!
চোখের সামনে ভাই খুন হয়!
পিতা ভাসেন অশ্রু ধারায়!
মায়ের আহাজারি দেখেও
নীরবে বসে যে পুরুষ,
কাপুরুষ সে কাপুরুষ! চারিদিকে আজ শুধু অবিচার,
আতঙ্কে কাটে প্রতিটি প্রহর!
ধর্ষিতা হয় আদরের বোন,
বিচার নিয়ে চলে প্রহসন! কলিজা লোটে বুকটা চিরে,
অনাচার কত সইবি ওরে?
প্রতিবাদ নেই প্রতিরোধ নেই
নিজেকে ভাবিস সুপুরুষ?
কাপুরুষ পড়ুন
কবিতা | ২০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৩৪ বার দেখা | ৭৯ শব্দ ১টি ছবি
অনন্তকাল
অনন্তকাল
মানুষ যদি কোন ভাবে অনন্তকাল বাঁচতো,
এত লোকের বসত বাড়ি কোথায় তবে গড়তো?
চোখের পলক সমান জীবন তবু অভাব খাদ্যের,
অমর হয়ে গেলে তবে কি হত উপায় তাদের? এক মুহূর্ত বেঁচে থাকার নাইতো কোন ভরসা,
বিন্দু মাত্র স্বার্থ তবু ছাড়ছে না কেউ সহসা।
সবাই জানে যেতে পড়ুন
কবিতা | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫০১ বার দেখা | ১২২ শব্দ ১টি ছবি
তবে কোথায় পেলে?
তবে কোথায় পেলে?
সে দিন গেছে চলে
বাড়ি দিলে ঢোলে,
মহানন্দে উঠতো নেচে
খোকা মায়ের কোলে। এখন পুজো এলে
পুলিশ দলে দলে,
তার পরেও সারাদেশে
প্রতিমা ভাঙা চলে। কোন ধর্ম কি বলে
জানবো বড় হলে,
আগে বলো এমন নিয়ম
কোন হাদীসে পেলে? আমার ছোট্ট কালে
ঈদ বা পূজো পড়ুন
কবিতা | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫০৬ বার দেখা | ৭৯ শব্দ ১টি ছবি
সে দিন গুলো কই?
সে দিন গুলো কই?
দাদী নানি আচল গুজে ঢেকিতে ধান বানতো,
দাদা গাছে উঠে রসের ঠিলে পেড়ে আনতো।
মেটো পথে সায়ের গেয়ে যেতো বিয়ের পালকি,
চার আনাতে দুধের মালাই পাওয়া যাবে আর কি? সোনা মিয়ার গরুর গাড়ি আর এ পথে ছোটে না,
পঁচিশ পয়সা দিয়ে কেহ ননির খেয়ায় ওঠে পড়ুন
কবিতা | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৫৮ বার দেখা | ১৩৭ শব্দ ১টি ছবি
ফিরে পাওয়া যায় না
ফিরে পাওয়া যায় না
কে পেয়েছে ফিরে কবে
হারিয়ে যাওয়া বয়স?
যৌবন তো ভাই পেরিয়ে যায়
পেতে মধুর পরশ। সারাজীবন পার হয়ে যায়
যোগাতে সম্মান,
এক মুহুর্তের ছোট্ট ভুলে
সেও নেয় প্রস্থান। কে পেয়েছে ফিরে কবে
পেরিয়ে যাওয়া সময়?
তড়িৎ এসির এই মানুষই
বাস করেছে গুহায়। জীবনযাপন ভীষণ সহজ পড়ুন
কবিতা | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২৯ বার দেখা | ৬৩ শব্দ ১টি ছবি