অর্পণ দর্পণ মাদকের বর্ষণ!
নিঃশ্বাস বিশ্বাস প্রহসন আশ্বাস,
উচ্ছাস উদ্ভাস প্রাপ্তি নাভিশ্বাস! অন্যায় বন্যায় সর্বদা তন্ময়,
অক্ষয় অব্যয় দুর্নীতি জন্মায়!
সচেতন অচেতন আস্থা বিনোদন,
পরিজন প্রতিজন স্বার্থের বিচরন! নিরাশায় দুরাশায় প্রাণপণ পিপাসায়,
নিরালায় দ্বিধা দায় নতুনের পরিচয়।
নিস্তেজ নিঃশেষ থমথমে পরিবেশ,
অনিমেষ নানা বেশ অন্যায় পরিশেষ! প্রহসন

