ফিরে যেতে চাই

ফিরে যেতে চাই আমি পল্লী মায়ের কোলে,
সেথায় আমার বেড়ে ওঠার স্বপ্ন গুলো দোলে।
ঘুম ভাঙে পাখির ডাকে কাক ডাকা ভোরে,
রাতের আঁধার যায় লুকিয়ে রবির বাহুডোরে।
শিশির ভেজা ঘাসের ডগায় সোনা বরণ আভা,
নয়ন জুড়ায় দৃশ্যপটে দেখে রুপের শোভা।
সবুজ বনের ছায়া সেথায় সিক্ত করে মন,
রাখাল সেথায় বাজায় বাঁশি সুরের বৃন্দাবন।
কৈশরময় দিনগুলি মোর স্বর্গ থেকে ও বেশ,
সারাদিনের দুরন্তপনায় কাটতোনা এর রেশ।
সকাল থেকে সাঁঝের মাঝে উদাম দুপুর বেলা,
হই হুল্লোড় মাতামাতি হরেক পদের খেলা।
বর্ষা এলে বাঁধ ছিড়ে যেতাম ছুটে বিলে,
উদ্মাদনায় নাচতো মন এক সাথে মিলে।
বছর জুড়ে পার্বনগুলোর জুড়ি মেলা ভার,
অভাব বুঝে আজকে মন করে হাহাকার।
অতীত মাঝে আছে সুখ ভালবাসা পাই,
স্বপ্ন যেথায় বাসা বাঁধে সেথা ফিরে যেতে চাই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০৪-২০২১ | ২২:৫৮ |

    শব্দ মিলের কবিতায় মুগ্ধতা জানালাম প্রিয় কবি নীতিশ রায়। অনেকদিন পর !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • নীতিশ রায় : ১৭-০৪-২০২১ | ৮:৫০ |

      অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। সময় ও সুযোগের অভাবে লেখালেখি হয় না। তবু ও মন  পড়ে থাকে শব্দনীড়ে।

      GD Star Rating
      loading...