হে প্রভু ক্ষমা কর তুমি, আমি অপরাধী,
তোমারে ভজিতে নাহি পারি।
অন্তরে মোর সহস্র ব্যথা ,
মালা করে গলে গাঁথি।
মলিন বদনে চেয়ে থাকি আমি,
তুচ্ছ করি তোমারে।
কেমনে ডাকিব জানিনা আমি
ব্যথা ভরা এ হৃদয়ে।
চারিদিকে শুধু দুঃখের সাগর,
কষ্টে গড়া পাহাড়।
হৃদয়ের কপাট খোলনি তুমি,
দিয়েছ অমার আঁধার।
জীর্ণ বস্ত্র শীর্ণ আহার
চুম্বিছে আমার প্রান।
হিংসার আগুনে ভস্মি হয়ে
পৃথিবী হয়েছে শ্বশান।
ফরিয়াদ তুমি মঞ্জুর কর
মুছে দাও ভেদাভেদ,
সবার তুমি ভূল ভেঙে দাও,
দুর কর সকল ক্লেশ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'ফরিয়াদ তুমি মঞ্জুর কর
মুছে দাও ভেদাভেদ,
সবার তুমি ভূল ভেঙে দাও,
দূর কর সকল ক্লেশ।' ___ শুভসকাল কবি।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী
loading...