মরতে চায় না কেউ বাঁচতে সবাই চায়,
বাঘের সাথেও করে যুদ্ধ বাঁচতে দুনিয়ায়।
এই দুনিয়ায় সুখশান্তি সবাই পেতে চায়,
ভাগ্যগুণে কেউ পায় কেউ বুক ভাসায়।
জায়গা জমি বাড়ি গাড়ি চায় যে সকলে,
একদিন চলে যাবে সবাই সবকিছুই ফেলে।
রাজা-বাদশা সাধু-সন্ন্যাস মহাজ্ঞানীও হলে,
মরণকে সবাই করছে বরণ সকালে বিকালে।
তবুও হায় ভুলে যায় সবাই বাস্তব অতীত,
মৃত্যুকে করে না স্মরণ গায় ভবিষ্যৎ সংগীত।
যা-কিছু আছে এই দুনিয়ায় সবকিছুই অনিশ্চিত,
চিরসত্য স্রস্টার বিধান জীবের মৃত্যুই নিশ্চিত।
.
ছবিটি নারায়ণগঞ্জ শ্মশান থেকে তোলা। একদিন ছবির মতো আমিও শবদেহ হয়ে শ্মশানে যাবো, তা একশো-তে-একশো নিশ্চিত!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
জীবের মৃত্যুই নিশ্চিত,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই দুনিয়ায় সুখশান্তি সবাই পেতে চায়,

ভাগ্যগুণে কেউ পায় কেউ বুক ভাসায়।
loading...