একটু ফিরে চাও

2878

ডাক বাক্সগুলো কেঁদে বলে
হে পথিক একটু ফিরে চাও,
আমি এখন কর্মহীন বেকার
আমার বাক্সে চিঠি দাও।

আমি ছিলাম খুবই ব্যস্ত
তোমাদের সেবায় নিয়োজিত,
আধুনিক প্রযুক্তির যুগে
আমি হলাম এখন অবহেলিত!

একসময় যখন ছিলো না
এই আধুনিক তথ্যপ্রযুক্তি,
আমাকে ছাড়া তোমাদের কেউ
হতোনা পেতও না কখনো মুক্তি!

তোমাদের দেওয়া চিঠি
কাঁধে নিয়ে কতোনা হেঁটেছি,
হাঁটতে হাঁটতে হয়েছি ক্লান্ত
তবুও তোমাদের চিঠি পৌঁছিয়েছি।

একসময় চিঠির আশায়
থাকতো সবাই পথ চেয়ে,
কতোনা পেতো আনন্দ
ঐ চিঠিখানা হাতে পেয়ে।

একসময় আমার ছিলো
কতো আদর, কদর, সুনাম,
এখন আমি থাকি অযত্নে
আমার নেই এখন সম্মান!

মনে পড়ে সেসময়কার
অনেক স্মৃতি, অনেক কথা,
সময়মতো চিঠি না পেলে
অনেকেরই হতো মাথাব্যথা!

প্রবাস থেকে কতো মানুষ
চিঠি পাঠাতো প্রিয়জনের কাছে,
চিঠির খামে ভরে পাঠাতো ছবি
তার মা-বাবার কাছে।

এখন আর পাঠায় না কেউ
চিঠি ও ছবি চিঠির খামে ভরে,
টাকা পাঠাতে পোস্ট অফিসে
থাকেনা কেউ লাইন ধরে।

আগে ছিলাম শুধু আমিই
তোমাদের একমাত্র ভরসা,
তথ্য-প্রযুক্তির এই যুগে
কেউ করোনা আমার আশা।

তাই আমি এখন অপদার্থ বেকার,
সময় কাটে ঘুমিয়ে ঝিমিয়ে,
প্লিজ! আমাকে দাও চিঠি
আমি দিবো চিঠি পৌঁছিয়ে।

.
ছবি চার বছর আগের তোলা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
একটু ফিরে চাও, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৬-০৬-২০২২ | ৮:২৭ |

    অনুপম মনের নান্দনিক প্রকাশে মুগ্ধ হলাম কবি।

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
    • নিতাই বাবু : ২৯-০৬-২০২২ | ১৩:০০ |

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়। 

      VN:F [1.9.22_1171]
      Rating: 0 (from 0 votes)
  2. মুরুব্বী : ২৬-০৬-২০২২ | ৮:৩৪ |

    ডাক বাক্সগুলো কেঁদে বলে
    হে পথিক একটু ফিরে চাও,
    আমি এখন কর্মহীন বেকার
    আমার বাক্সে চিঠি দাও। ____ ধ্রুবসত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
    • নিতাই বাবু : ২৯-০৬-২০২২ | ১৩:০১ |

      এই ডাকবাক্সটা নিজের চোখে দেখা, দাদা। সত্যি, বাক্সটা আমাকে কী যেন বলছিল! 

      VN:F [1.9.22_1171]
      Rating: 0 (from 0 votes)
  3. আলমগীর সরকার লিটন : ২৬-০৬-২০২২ | ৯:৫৬ |

    বেশ ছন্দময় কবি দা

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
    • নিতাই বাবু : ২৯-০৬-২০২২ | ১৩:০২ |

      সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বাউল কবি। আশা করি ভালো থাকবেন সবসময়। 

      VN:F [1.9.22_1171]
      Rating: 0 (from 0 votes)