নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় লেখা

2882

কই যাইতাম?

পারিনা বউয়ের কথা সইতাম, পারিনা মরতাম,
পারিনা সংসার হালাইয়া দূরে গিয়া থাকতাম।
অহন কী করতাম? পারিনা কারো কাছে কইতাম,
না পারি কামাইতাম, না পারি কারো কাছে চাইতাম!

বাজারে দেহি, মাইনসে মাছ-মাংস করে দরদাম,
আমারঅ মনডায় কয় সামনে যাইয়া জাগাইতাম!
জিগাই না ঢরে, যাই হুটকি আলু বাইগুন কিনতাম,
বেশি টেকা থাকলে, মাছ কিন্না বাইত যাইতাম।

আমরা গরিব মানুষ, মনডায় চায় কতকিছু খাইতাম,
পারিনা দামের লাইগা, দাম কম অইলে পারতাম!
পারিনা খাইতাম, পারিনা পোলাপাইনেরে পড়াইতাম,
পারিনা হেগো বই খাতা-কলমের খরচ সামলাইতাম।

দেশে অহনকা চাইল ডাল হগলকিছুর বেশি দাম!
কামাই রোজগার কম, পারিনা সংসার চালাইতাম।
ঘরে গেলে বউ ঝিয়েরা করে ঘ্যানঘ্যান হামতাম,
মনে মনে কই, কী করতাম! আমি কই যাইতাম?

.
ছবি নিজের তোলা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় লেখা, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ২টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৬-২০২২ | ১০:০৬ |

    ব্যক্তিগতভাবে বাংলাদেশের কিছু কিছু এলাকার আঞ্চলিক ভাষা আমার কাছে এতোটাই দূর্বোধ্য লাগে যে শুনে একদম নিরবেই সয়ে যাই। বুঝি আর নাইবা বুঝি। Smile

    সেই পার্থক্য নির্ণয়ে নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষা একদম সহজবোধ্য।  লিখাটিতে সত্যের সমন্বয় অসাধারণ এবং উপভোগ্য মনে হয়েছে। দারুণ মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২৩-০৬-২০২২ | ১৯:১৯ |

      হ্যা দাদা, জন্মস্থান ছেড়ে আসার পর নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষা রপ্ত করে ফেলেছি। এখন এই ভাষাকেই মায়ের ভাষা বলি। 

      সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন। 

      GD Star Rating
      loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৩-০৬-২০২২ | ১১:২৯ |

    খুব সুন্দর এক উপলব্ধিকর কাব্যিক কবি দা

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২৩-০৬-২০২২ | ১৯:২০ |

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কবি লিটন দাদা।

      GD Star Rating
      loading...
  3. ফয়জুল মহী : ২৩-০৬-২০২২ | ১৯:৪১ |

    সাবলিল প্রকাশ।
    খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।শুভ কামনা রইলো সুহৃদ।

    GD Star Rating
    loading...
  4. ফয়জুল মহী : ২৩-০৬-২০২২ | ১৯:৪১ |

    সাবলিল প্রকাশ। খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।শুভ কামনা রইলো সুহৃদ।

    GD Star Rating
    loading...