যে দেশের অগণিত মানুষের
নেই যে বাসস্থান,
সে দেশে ভিনদেশি মানুষেরা
পেয়ে যায় স্থান।
যে দেশের নাগরিক ভোটার জনগণ
রাত কাটায় বস্তিতে,
ভিনদেশ থেকে আসা মানুষগুলো
রাত কাটায় স্বস্তিতে।
রাজধানী সহ বড় বড় শহরের বস্তিগুলোতে
আচমকা আগুন জ্বলে,
তখন ভিনদেশি শরণার্থীরা বাসস্থান চেয়ে
মিছিল করে দলেদলে।
যে দেশের নাগরিক থাকে রেললাইনের পাশে
অযত্নে আর অবহেলায়,
ভিনদেশি শরণার্থীরা এদেশে করে খুনখারাপি
তারাই ফুর্তিতে দিন কাটায়।
যে দেশের সিংহভাগ মানুষ ভূমিহীন অসহায়
তারাই হয় উচ্ছেদের শিকার,
ভিনদেশ থেকে এসে করে সন্ত্রাসী চুরি বাটপারি
তাদেরই দেয় বিশ্ব পুরস্কার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
অসহায় মানুষের আহাজারি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যে দেশের সিংহভাগ মানুষ ভূমিহীন অসহায়
তারাই হয় উচ্ছেদের শিকার,
ভিনদেশ থেকে এসে করে সন্ত্রাসী চুরি বাটপারি
তাদেরই দেয় বিশ্ব পুরস্কার।
loading...
মাশাআল্লাহ
চমৎকার উপস্থাপন
loading...
বাস্তবতার চিত্রতুলে ধরেছেন কবি দা ভাল থাকবেন
loading...
নিতাই বাবু অনেক দিন বাদে আপনাকে এই ব্লগে দেখে আমার খুব ভালো লাগছে।
আপনার লিখ কোন ব্লগ-এ পড়েছিলাম ঠিক এখন মনে পড়ছে না। তবে আপনার সেই হৃদয় নিগড়ানো লিখা এখনও আমার মনে আছে। কি যেন; "কাজের জন্য পশ্চিম বাংলায় গিয়ে নিঃশ্ব হয়য়ে ফিরে আসা।" কাহিনী আর সেই সাথে আপন বড় বোনের কাছে ঠেকে নিগ্রহ, সে কি লিখা! তাও কি ভুলা যায়।
loading...