সবকিছু আজ চলে গেছে
নিয়ন্ত্রণের বাইরে,
নিয়ন্ত্রণ তো নেই এখন
নিজের ঘর সংসারে।
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে
খোদ দেশের সরকার,
সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে
দেশের হাট বাজার।
নিয়ন্ত্রণ ধরে রাখছে এখন
নেতা-নেত্রীর ক্যাডার বাহিনী,
তাদের দমাতে হিমশিম খায়
দেশের আইনশৃঙ্খলা বাহিনী।
টেন্ডারবাজি চাঁদাবাজি দূর্নীতি
সব ক্যাডারদের নিয়ন্ত্রণে,
তবুও সভা মিটিং ডাকা হয়
কুখ্যাত সন্ত্রাসীদের আহ্বানে।
দ্রুতগতির গাড়ি যখন-তখন
রাস্তায় নিয়ন্ত্রণ হারায়,
মরে মানুষ কাঁদে স্বজন
ড্রাইভার-হেলপার পালায়!
নদীতে মালবাহী জাহাজগুলো
চলে নিয়ন্ত্রণের বাইরে,
তাইতো দেখা যায় আচমকা
ধাক্কা লাগে লঞ্চ-স্টিমারে।
দেশের ব্যবসা নিয়ন্ত্রণ রাখে
দেশের ব্যবসায়ী সংগঠন
সেটাও নিয়ন্ত্রণ হারা এখন
সাধারণ মানুষের হয়েছে মরণ।
স্বাস্থ্য সেবার নিয়ন্ত্রণ রাখে
দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়,
করোনা কালে এখানেও হয়েছিল
বছরের সেরা মহাপ্রলয়।
ত্রাণসামগ্রী বিতরণের নিয়ন্ত্রণ থাকে
জনপ্রতিনিধিদের হাতে
সেই ত্রাণ নিয়েও খেলেছিল খেলা
ধরাও পড়েছিল হাতেনাতে।
নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল
প্রধানমন্ত্রীর ঈদ উপহার,
কেউ পেয়েছিল কেউ পায়নি
তাতে যায় আসে কার?
loading...
loading...
দেশের ব্যবসা নিয়ন্ত্রণ রাখে
দেশের ব্যবসায়ী সংগঠন
সেটাও নিয়ন্ত্রণ হারা এখন
সাধারণ মানুষের হয়েছে মরণ।
loading...
আসলেও ঠিক তা-ই, দাদা।
loading...
সবই আজ নিয়ন্ত্রণহীন প্রিয় কবি!
শুদ্ধের আড়ালে সবাই আজ ক্ষুদ্ধ!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
loading...