রাষ্ট্রীয় টেলিভিশন 'বিটিভি' এখন আর কেউ দেখে না

428_n

প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরার মাঝে অনেক জায়গায় থামতে হয়, অনেক চা’র দোকানে বসতে হয়। চায়ের দোকানে বসলেই চোখ যায় দোকানে চালু থাকা রঙিন টেলিভিশনের দিকে। চালু থাকা টেলিভিশনের পর্দায় দেখা মেলেনা রাষ্ট্রীয় ‘বিটিভি’ চ্যানেল। চলতে থাকে আর বসে থাকা কাস্টমাররা মনের আনন্দে ডিশ এন্টেনার ভারতীয় চ্যানেলগুলো। ওইসব দৃশ্য চোখে পড়লেই মনের টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে ছোটবেলায় সাদাকালো টেলিভিশনে দেখা বাংলাদেশ টেলিভিশনের কথা। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন (বিটিভি) যে আমরা সমবয়সীরা কতো আনন্দে উপভোগ করতাম, তা আর লিখে শেষ করতে পারবো না। তবে একটু-আধটু লিখে শেয়ার করা যায়।

সময়টা তখন ১৯৭৪ সাল। আমি চার কেলাসের (ক্লাস ফোর)-এর ছাত্র। তখন আমরা সপরিবারে গ্রামের বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ বন্দর থানাধীন লক্ষ্মণ খোলা গ্রাম সংলগ্ন আদর্শ কটন মিলের ফ্যামিলি কোয়ার্টারে থাকতাম। সেসময় ঘরে ঘরে এতো টেলিভিশন ছিলো না। যা ছিলো, তা কেবল সেসময়কার কিছুকিছু পয়সাওয়ালাদের বাড়িতেই কাঠের বাক্সের মতো একটা সাদাকালো টেলিভিশন থাকতো।

তখন রঙিন টেলিভিশন ছিলোই না। লক্ষ্মণ খোলা পুরো গ্রামে হয়তো দু’একজনের বাড়িতে টেলিভিশন নামের বাক্সটা ছিলো। আদর্শ কটন মিল অভ্যন্তরে থাকা কোনও ফ্যামিলি বাসায় তো দূরের কথা, মিলের শ্রমিক কর্মচারীদের ক্লাবেও একটা টেলিভিশন ছিলো না। শীতলক্ষ্যা নদীর এপার ওপার দু’পারে দু’টি টেলিভিশন ছিলো। একটা টেলিভিশন ছিলো লক্ষ্মণ খোলা জনতা ক্লাবে, আরেকটা ছিলো নদীর পশ্চিম পারে চিত্তরঞ্জন কটন মিলের শ্রমিকদের ক্লাবে। এই দুইটাও ছিলো সাদাকালো ১৭” ইঞ্চি টেলিভিশন।

সেসময়কার টেলিভিশনের ছোট্ট বাক্সটা বর্তমানে অনেক বড়সড় হয়ে গেছে। বর্তমানে টেলিভিশন প্রায় ৪০” ইঞ্চি। তাও আবার অ্যান্ড্রয়েড। সাথে থাকে ইন্টারনেট সংযোগ সিস্টেম। তা-ও আবার প্রায় ঘরে, হাটবাজারে, মহল্লার চায়ের দোকান-সহ বড়সড় সব দোকানেই দেখা যায়।

আর আমাদের সময়ে এই ১৪” ইঞ্চি, ১৭” ইঞ্চি সাদাকালো টেলিভিশনই ছিলো মস্তবড় টেলিভিশন। টেলিভিশন দেখার জন্য শীতলক্ষ্যা নদী পাড়ি দিতে হতো। তারপর সেসময়ের রুস্তম পাইন্না রুস্তমদের কতো যে মাইর, গুতা, খেতে হতো, তা আর লিখে শেষ করতে পারছি না। তবুও সেসময়কার কাঠের বাক্সের ভেতরে শাটানো কাঁচের পর্দার সামনাসামনি বসে থাকতে যে কতো ভালো লাগতো, তা একটু-আধটু লিখে স্মৃতি করে রাখছি মাত্র।

বলে রাখা ভালো যে, তখনকার সময়ে ইন্টারনেট আর ওয়াই-ফাই তো দূরের কথা, ডিশ অ্যানটেনা বা ডিশ লাইনও ছিলো না। ১৪” ইঞ্চি বা ১৭” ইঞ্চি টেলিভিশনের সামনে বসে আমরা যা দেখতাম, তা কেবল আমাদের স্বাধীন বাংলার বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত খবর, নাটক, সিনেমা, সিনেমার গান ও দেশীয় নৃত্যানুষ্ঠানগুলোই দেখতাম।

তখন সপ্তাহের ৭ দিনই রাত ৮ টা বাংলা সংবাদের পর কোনো-না-কোনো ইংরেজি সিরিজ শুরু হতো। সেসব বাংলা-ইংরেজি সিরিজের নামগুলো এখনো মনে আছে।যেই সিরিজগুলো দেখানো হতো সেগুলো থেকে কয়েকটা সিরিজের নাম এখানে উল্লেখ করছি। “হাওয়াই ফাইভও”, “টারজান”, “দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েস্ট”, “সিক্স মিলিয়ন ডলার ম্যান”, “বায়োনিক ওমেন”, “নাইট রাইডার”, “স্পেস নাইন্টিন নাইন্টি নাইন”।

বাংলা নাটকের সিরিজগুলো হলো, ‘সংশপ্তক’ এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’। আরও কিছু বাংলা-ইংরেজি সিরিজের নামগুলো এখন আর মনে নেই। তবে কিছুকিছু দৃশ্য এখনো মনের পর্দায় ভেসে ওঠে। এইসব দর্শকপ্রিয় নাটকগুলোর নাম আর কথা মনে পড়লেই এখনো টেলিভিশনের রঙিন পর্দায় ফিরে তাকাই। কিন্তু না, সেরকম মনমাতানো নাটক আর ইংরেজি সিরিজ গুলো দেখা মেলেনা।

আগেকার মতো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ছায়াছবি, নাটক, ইংরেজি সিরিজ টেলিভিশনের সামনে বসে মনের আনন্দে কেউ উপভোগও করে না। সিনেমা হলে তো যায়-ই-না। এখন টেলিভিশনে ভারতীয় চ্যানেলগুলোতে দেখা যায় ডিজে গান, ডিসকো ড্যান্স, গ্রুপ ড্যান্স, অর্ধনগ্ন পোষাকে হৈ-হুল্লোড়। সেগুলোই যোয়ান-বুড়ো সবাই দেখে। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় টেলিভিশন ‘বিটিভি’ তো কেউ দেখেই না,  ‘বিটিভি’তে সম্প্রচার হওয়া অনুষ্ঠানও কেউ দেখে না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৭টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-০৭-২০২১ | ২০:০০ |

    সাদাকালো টিভি সমাচারে বড্ডো স্মৃতি কাতর হলাম আজ। ৭০ এর শেষের দিকে মহল্লায় প্রথম ১৭" ন্যাশনাল ব্র্যাণ্ডের থ্রী ইন ওয়ান (ক্যাসেট প্লেয়ার রেডিও এবং টিভি) আমাদের বাড়িতেই এলো। টিভি ব্যথা পাবে বলে তোয়ালে জড়ানো থাকতো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    বিকেল ৫টা বা ৬টায় বিটিভি শুরুর আগে টুঁ শব্দের বিকট আওয়াজে উঠোনে জড়ো হওয়া নারী-পুরুষ নড়েচড়ে বসতো। চোখের পলক পর্যন্ত পড়তো না কারু। পাছে কিছু মিস হয়। মহানন্দে এন্টেনা ঘোরাঘুরি তো নৈমিত্তিক ছিলোই। ঘটিবাটি পরে এসেছে।

    জাতিয় সঙ্গীতের সাথে শোঁ শব্দে সম্প্রচার বন্ধ হয়ে গেলে বিষণ্ন মন নিয়ে সবাই চলে যেতো মন খারাপ করে। আবার আসতো পরদিন। কী একটা সময় আমরা পেরিয়ে এসেছি। আজও মিস করি মায়ামি ভাইস আর উল্লেখিত বাকি গুলোন তো ছিলোই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    GD Star Rating
    loading...
    • টেক প্রশাসক : ০৬-০৭-২০২১ | ২০:০৯ |

      সুন্দর বলেছেন

      GD Star Rating
      loading...
      • নিতাই বাবু : ০৬-০৭-২০২১ | ২২:১৯ |

        সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত ডেভলপার টেক প্রশাসক। শুভকামনা থাকলো।

        GD Star Rating
        loading...
      • নিতাই বাবু : ০৭-০৭-২০২১ | ১৪:৫৪ |

        সম্মানিত টেক প্রশাসক, নিজের লেখা প্রকাশ হবার পর ফেসবুক ও টুইটারে শেয়ার করার অপশন খুঁজে পাচ্ছি না। এদিকে একটু সুনজর দিবেন কি?

        GD Star Rating
        loading...
    • নিতাই বাবু : ০৬-০৭-২০২১ | ২২:১৭ |

      হ্যাঁ শ্রদ্ধেয় মুরুব্বি দাদা। ছোটবেলার ওইসব কথা প্রায়শই মনে পড়ে। যখন ওইসব স্মৃতি নিজের মনের টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে, তখন যেন মুহূর্তেই হারিয়ে যাই সেই আগেকার সময়ে। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ০৭-০৭-২০২১ | ৭:২৫ |

        অভিজ্ঞতা শেয়ার করায় আপনাকেও ধন্যবাদ মি. নিতাই বাবু।
        শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

        GD Star Rating
        loading...
      • নিতাই বাবু : ০৭-০৭-২০২১ | ৯:৩৯ |

        কিন্তু দাদা আমি বুঝে উঠতে পারছিনা যে, আমার করা আপনার মন্তব্যের জবাব দিতে গিয়ে সিরিয়াল এলোমেলো হয়ে গেলো কেন। যেমন: আপনার করা মন্তব্যের জবাব দিলে আপনার করা মন্তব্যের নিচেই থাকার কথা। কিন্তু না, তা হয়নি।

        GD Star Rating
        loading...
      • মুরুব্বী : ০৭-০৭-২০২১ | ১১:০৫ |

        আমি এখন ব্লাইণ্ড কমেন্ট বক্সে আপনার মন্তব্যের জবাব লিখছি; দ্যাখা যাক কোথায় বা কার নিচে যায়। পরীক্ষা। Smile ব্লগ উন্নয়নকারী সমস্যা থাকলে নিশ্চয়ই সময় মতো দেখবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

        GD Star Rating
        loading...
      • নিতাই বাবু : ০৭-০৭-২০২১ | ১১:৩৯ |

        আমি এখন আপনার মন্তব্যের জবাব দিতে ওঠে গেলাম ব্লগের স্ক্রিনের উপরে। যেখানে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্নের পাশে থাকা মেসেজ প্রতীকে ক্লিক করে সরাসরি মন্তব্য সম্পাদনায় গিয়ে জবাব দিলাম। তবে প্রথম মন্তব্য মনেহয় আমারই ভুল হয়েছিল।

        GD Star Rating
        loading...
      • নিতাই বাবু : ০৭-০৭-২০২১ | ১১:৪১ |

        তো নিজের লেখা ফেসবুকে শেয়ার করার উপায় খুঁজে পাচ্ছি না। উপায় বলে দিন, ফেসবুক মেসেঞ্জারে।

        GD Star Rating
        loading...
      • মুরুব্বী : ০৭-০৭-২০২১ | ১১:৫৬ |

        https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif ফেসবুকে শেয়ার করার উপায় অপশন তো আমিও খুঁজে পাচ্ছি না। কোথায় !! আসবে শীঘ্রই … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

        GD Star Rating
        loading...
      • নিতাই বাবু : ০৭-০৭-২০২১ | ১৩:১৫ |

        তবে আমি একটা উপায়ে ফেসবুকে আমার লেখা শেয়ার করেছি। যেভাবে করেছি, সেটা গুগল ক্রোম’র উপরে থাকা মেনুতে ক্লিক করে। কিন্তু এর আগে লেখার কিছু অংশ কপি করে নিতে হবে। তারপর শেয়ার।

        GD Star Rating
        loading...
  2. টেক প্রশাসক : ০৭-০৭-২০২১ | ১৮:০৫ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...