মানুষ বড় স্বার্থপর, নিজের স্বার্থই বুঝে,
পরের চিন্তা করে সে, নিজের সুখই খুঁজে!
কে খেলো আর কে খেলো না
তাতে তার কি-ই-বা আসে-যায়?
সবকিছু নিজেই গিলে ফেলতে–
এদিক-সেদিক দিগ্বিদিক ঘুরে বেড়ায়!
মানুষ বড় বেঈমান, এর চেয়ে বেঈমান আর নেই,
যতই ভালোবাসো তাকে, একটু পরে যেই – সেই!
কীসের প্রেম, ভালোবাসা, আদর
বেঈমানের কাছে সবই অর্থহীন,
কীসের মা-বাবা, ভাই-বোন, পাড়াপড়শি
সবাই বেঈমানের কাছে মূল্যহীন।
মানুষের মতো বড় বেঈমান প্রাণী আর কেউ দেখেনি,
অন্যসব প্রাণির আছে ভক্ষণে চিন্তা বেঈমানী শেখেনি।
শয়তান যা করে, বেঈমানও করে তা
যদিও সে মানুষ, তবুও মনুষ্যত্ব বৃথা,
মানুষ বেশী বেঈমান বলে, “আমিই সব!”
বেঈমান কখনোই করে না প্রকাশ কৃতজ্ঞতা!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মানুষ বড় বেঈমান, এর চেয়ে বেঈমান আর নেই,
যতই ভালোবাসো তাকে, একটু পরে যেই – সেই!
___ শতভাগ সত্যের প্রকাশ। তারপরও ভালো থাকতে প্রিয় কবি নিতাই বাবু।
loading...
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
loading...
অসাধারণ লিখনশৈলী।
loading...
সুন্দর মন্তব্যের জন্য আমার প্রিয় দাদাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি।
loading...