একটু ফিরে চাও

156778172_3

ডাকবাক্স কেঁদে বলে, হে পথিক একটু ফিরে চাও,
আমি এখন কর্মহীন বেকার, আমাকে কাজ দাও।
আমি ছিলাম ব্যস্ত তোমাদের সেবায় নিয়োজিত,
আধুনিক প্রযুক্তির যুগে আমি হলাম অবহেলিত!

একসময় যখন ছিলো না এই আধুনিক প্রযুক্তি,
আমাকে ছাড়া তোমাদের হতোনা কখনো মুক্তি!
তোমাদের দেওয়া চিঠি কাঁধে নিয়ে কতোনা হেঁটেছি,
হাঁটতে হাঁটতে হয়েছি ক্লান্ত, তবুও চিঠি পৌঁছিয়েছি।

একসময় চিঠির আশায় থাকতো সবাই পথ চেয়ে,
কতোনা পেতো আনন্দ ঐ চিঠিখানা হাতে পেয়ে।
একসময় আমার ছিলো কতো আদর, কদর, সুনাম,
এখন আমি থাকি অযত্নে, আমার নেই কোনও দাম!

মনে পড়ে সেসময়কার অনেক স্মৃতি, অনেক কথা,
সময়মতো চিঠি না পেলে অনেকেরই হতো মাথাব্যথা!
প্রবাস থেকে কতজন চিঠি পাঠাতো প্রিয়জনের কাছে।
চিঠির খামে ভরে পাঠাতো ছবি তার মা-বাবার কাছে।
এখন আর পাঠায় না চিঠি ও ছবি চিঠির খামে ভরে,
টাকা পাঠাতে পোস্ট অফিসে থাকেনা কেউ লাইন ধরে।
আগে ছিলাম শুধু আমিই তোমাদের একমাত্র ভরসা
তথ্য-প্রযুক্তির এই যুগে কেউ করোনা আমার আশা।

তাই আমি এখন অপদার্থ বেকার, সময় কাটে ঘুমিয়ে,
প্লিজ! দাও চিঠি, আমি যত্নসহকারে দিবো পৌঁছিয়ে।

.
ছবি: নারায়ণগঞ্জ কিল্লারপুল সংলগ্ন ড্রেজার সংস্থার সামনে অযত্নে অবহেলায় পড়ে থাকা ইতিহাস ঐতিহ্যের ডাকবাক্স।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৪-০৩-২০২১ | ১৩:৪২ |

    Wonderful writen. Best wishes 

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ০৪-০৩-২০২১ | ২০:৩২ |

      রাস্তার পাশে ডাকবাক্সটি দেখে মনটা খারাপ হয়ে গেলো।  

      আগের মতো ডাকবাক্সের সেই কদর নেই। 

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৪-০৩-২০২১ | ১৯:৩৯ |

    ডাকবাক্স কেঁদে বলে, হে পথিক একটু ফিরে চাও,
    আমি এখন কর্মহীন বেকার, আমাকে কাজ দাও।

    ____ ভীষণ নস্টালজিক হলাম প্রিয় কবি মি. নিতাই বাবু। গুড জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ০৪-০৩-২০২১ | ২০:৩৩ |

      রাস্তার পাশে ডাকবাক্সটি দেখে মনটা খারাপ হয়ে গেলো।  

      শুভকামনা থাকলো দাদা। 

      GD Star Rating
      loading...
  3. আলমগীর সরকার লিটন : ০৬-০৩-২০২১ | ১১:৪০ |

    বেশ স্মৃতিময় প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...