নদীমাতৃক বাংলাদেশে নদীর আজ অস্তিত্ব হারা,
নদীর মরণদশায় মরছে নদী পাড়ে থাকে যারা।
নদীগুলোতে আজ কালো কুচকুচে বিষাক্ত পানি,
দুর্গন্ধে হয় দমবন্ধ, মানুষ নাকে চাপে রুমাল খানি।
নদীতে শোনা যায় না ঢেউয়ের কোনও শব্দ,
নদীগুলো আজ রোগাক্রান্ত, তাই শব্দহীন স্তব্ধ।
তবুও নদী গিলে খেতে চলছে কতো হানাহানি,
শিল্পপতিরা দিনরাত নদীতে মেশাচ্ছে বিষাক্ত পানি।
শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, করতোয়া,
পদ্মা, মেঘনা নদীতে হয়না কারোর কাপড় ধোয়া।
দেশের নদীগুলো আজ শুকিয়ে হয়েছে চৌচির,
নদীতে নেই মাছ, শুধু পোকামাকড় করে বিরবির।
নদী পাড়ের জেলেরা-সহ মানুষগুলো বড় অসহায়,
জেলেদের চলে না সংসার, কৃষক করে হায় হায়।
নদীর চর জেগেছে, জেলের নৌকা উঠেছে চরে,
জেলেদের ঘরে কান্না, শহরবাসী নানা রোগে মরে।
শুকিয়েছে পানি, বেড়েছে জেলেদের হাহাকার,
বিষাক্ত পানিতে বেড়েছে রোগ, শহরবাসী নির্বিকার।
স্বচ্ছ পানি নেই, পানের অযোগ্য, ফলে না ফসল,
পানির গন্ধে পাখিরাও কাঁদে, মরছে দেশের সকল।
loading...
loading...
ব্যবহৃত প্রচ্ছদের ছবি এবং শব্দ মিলের লিখায় বরাবরের মতোই আপনাকে সাবলীল লাগলো। শুভেচ্ছা জানবেন কবি লিখক মি. নিতাই বাবু। আশা করবো ভালো আছেন।
loading...
ভালো আছি, দাদা। তবে সমস্যা এখনও দূরীভূত হয়নি। আশা করি সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। শুভকামনা থাকলো।
loading...
চমৎকার উপস্থাপন
loading...
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।
loading...
বেশ দেশত্ব প্রেম কবি দা
loading...
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা। আশা করি ভালো থাকবেন।
loading...