নদীর চরে জেলের নৌকা

6547_o

নদীমাতৃক বাংলাদেশে নদীর আজ অস্তিত্ব হারা,
নদীর মরণদশায় মরছে নদী পাড়ে থাকে যারা।
নদীগুলোতে আজ কালো কুচকুচে বিষাক্ত পানি,
দুর্গন্ধে হয় দমবন্ধ, মানুষ নাকে চাপে রুমাল খানি।

নদীতে শোনা যায় না ঢেউয়ের কোনও শব্দ,
নদীগুলো আজ রোগাক্রান্ত, তাই শব্দহীন স্তব্ধ।
তবুও নদী গিলে খেতে চলছে কতো হানাহানি,
শিল্পপতিরা দিনরাত নদীতে মেশাচ্ছে বিষাক্ত পানি।

শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, করতোয়া,
পদ্মা, মেঘনা নদীতে হয়না কারোর কাপড় ধোয়া।
দেশের নদীগুলো আজ শুকিয়ে হয়েছে চৌচির,
নদীতে নেই মাছ, শুধু পোকামাকড় করে বিরবির।

নদী পাড়ের জেলেরা-সহ মানুষগুলো বড় অসহায়,
জেলেদের চলে না সংসার, কৃষক করে হায় হায়।
নদীর চর জেগেছে, জেলের নৌকা উঠেছে চরে,
জেলেদের ঘরে কান্না, শহরবাসী নানা রোগে মরে।

শুকিয়েছে পানি, বেড়েছে জেলেদের হাহাকার,
বিষাক্ত পানিতে বেড়েছে রোগ, শহরবাসী নির্বিকার।
স্বচ্ছ পানি নেই, পানের অযোগ্য, ফলে না ফসল,
পানির গন্ধে পাখিরাও কাঁদে, মরছে দেশের সকল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০১-২০২১ | ১৮:৫৮ |

    ব্যবহৃত প্রচ্ছদের ছবি এবং শব্দ মিলের লিখায় বরাবরের মতোই আপনাকে সাবলীল লাগলো। শুভেচ্ছা জানবেন কবি লিখক মি. নিতাই বাবু। আশা করবো ভালো আছেন।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২৩-০১-২০২১ | ১৮:১৭ |

      ভালো আছি, দাদা। তবে সমস্যা এখনও দূরীভূত হয়নি। আশা করি সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। শুভকামনা থাকলো।

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ২২-০১-২০২১ | ২২:১২ |

    চমৎকার উপস্থাপন

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২৩-০১-২০২১ | ১৮:১৮ |

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।

      GD Star Rating
      loading...
  3. আলমগীর সরকার লিটন : ২৩-০১-২০২১ | ১০:৩৮ |

    বেশ দেশত্ব প্রেম কবি দা

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২৩-০১-২০২১ | ১৮:১৯ |

      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা। আশা করি ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...