ভালোবাসা মানে, বেঁচে থাকার যেতো আশা।
ভালোবাসা মানে, কেউ সফল, কেউ নিরাশা।
ভালোবাসা মানে, চোখে দেখা ঝাপসা কুয়াশা।
ভালোবাসা মানে, একরকম ভয়ংকর সর্বনাশা।
ভালোবাসা মানে, হাসি গানের কতো তামাশা।
ভালোবাসা মানে, আনন্দ উল্লাসের রঙ্গতামাশা।
ভালোবাসা মানে, কাঁদতে হয় দিনরাত হরহামেশা।
ভালোবাসা মানে, পাগলের মতো হয় বেদিশা।
ভালোবাসা মানে, বাসর ঘরে আনন্দের মেলামেশা।
ভালোবাসা মানে, মাদকের মতো মরণ নেশা।
ভালোবাসা মানে, কতো অভিমান কত গোশশা।
ভালোবাসা মানে, গুরুদশা, ভগ্নদশা, চল্লিশা, মরণদশা।
এর নাম হলো, স্নেহভালোবাসা স্বাদের ভালোবাসা!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মাঝ আকাশে লম্বালম্বি সূর্যতাপ আর অক্ষর কালো অন্ধ রাত। পরিবর্তনশীল ব্রহ্মাণ্ড ছুঁয়ে দেখি শূন্য। না থাকে ছায়া না থাকে অনুসরণ। শূন্যতা জানে শূন্য সে নয় … ব্যাপ্ত অখিল।
loading...
মোর হারছেড়া মণি নেয়নি কুড়াযে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে— চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা । আমি কী দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা । "কবিগুরু রবীন্দরনাথ"।।
loading...
মহনীয় ভাবনার লিখনi
loading...
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
loading...
সবই “শ” নিয়ে চরনা করেছিন ভালবাসা চমৎকার কবি নিতাই দা
loading...
হ্যাঁ দাদা, কেইসটা ঠিকই ধরতে পেরেছেন। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
loading...