হে জাতির পিতা

হে জাতির পিতা,
আমি যদি শিল্পী হতাম,
তোমার ছবি এঁকে রাখতাম!
দেয়ালে দেয়ালে তোমার ছবি আঁকতাম,
ছবিগুলো দেখে রাখতে অনুরোধ করতাম।
যাদুঘরে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখতাম,
জনমে জনমে মনের মনিকোঠায় রেখে দিতাম!

হে জাতির পিতা,
আমি যদি কবি হতাম!
তোমার নামে কবিতা লিখতাম,
আমার সোনালী ডায়রিতে লিখে রাখতাম!
কবিতার বই ছাপিয়ে সবাইর হাতে দিতাম,
তোমার নাম কাগজে লিখে বাতাসে ওড়াতাম!

হে জাতির পিতা,
আমি যদি ইতিহাসবিদ হতাম!
তোমার নামে ইতিহাস রচনা করতাম,
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তা লিখতাম।
জীবনভর শুধু তোমার ইতিহাসই লিখে যেতাম,
পৃথিবীর বাইরে থাকা ভিনগ্রহেও প্রচার করতাম।

হে জাতির পিতা,
আমি যদি হিমালয় হতাম!
পর্বতের চূড়ায় পদ্মাসনে বসাতাম,
তোমাকে আমার দেবতা মেনে পূজা করতাম!
আমার মন মন্দিরে তোমার ছবি টাঙিয়ে রাখতাম,
সকাল-সন্ধ্যা-রাতে তোমার ছবিতে ফুল ছেটাতাম।

হে জাতির পিতা,
আমি যদি বিচারক হতাম!
তোমার হত্যাকারীদের শাস্তি দিতাম,
১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডের বদলা নিতাম!
দুষ্টু মদতদাতাদের বিচারের আওতায় আনতাম,
তোমার সপরিবার হত্যাকারীদের ফাঁসিতে ঝালাতাম।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা-সহ সশ্রদ্ধ গভীর শ্রদ্ধাঞ্জলি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৮-২০২০ | ১০:২২ |

    সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা-সহ সশ্রদ্ধ গভীর শ্রদ্ধাঞ্জলি।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৬-০৮-২০২০ | ১:২৪ |

      ১৫ আগস্টে জাতির পিতা-স  সকল শহীদের বিদেহি আত্মার শান্তি কামনা করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।        

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ১৫-০৮-২০২০ | ১৩:০১ |

    Respect 

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৬-০৮-২০২০ | ১:২৬ |

      ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের বিদেহি আত্মার শান্তি কামনা-সহ বিনম্র শ্রদ্ধাঞ্জলি।   

      GD Star Rating
      loading...
  3. আলমগীর সরকার লিটন : ১৬-০৮-২০২০ | ১০:২৮ |

    বেশ আবেগময় প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৬-০৮-২০২০ | ১০:৩৪ |

      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি লিটন দাদা। আশা করি ভালো থাকবেন।               

      GD Star Rating
      loading...
  4. মাসুদুর রহমান (শাওন) : ১৬-০৮-২০২০ | ১৪:১৯ |

    বিণম্র শ্রদ্ধা রইলো……….

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৬-০৮-২০২০ | ১৯:২৮ |

      শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।       

      GD Star Rating
      loading...