নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার বিপরীতে কিছু কথ্য শব্দ

আমরা নারায়ণগঞ্জবাসী একে অপরের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলার সময় কিছু কথ্য শব্দের ব্যবহার করে থাকি। যেমন: কী খাইবেন? জবাবে বলে–কী আর খামু টামুরে ভাই, মনডা বেশি ভালা না। এখানে ‘খাবো’ শুদ্ধ ভাষা। ‘খামু’ নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষা। আবার ‘খামু’র বিপরীত শব্দের ঘেঁষা শব্দ ‘টামু’। যদি কিছু মনে না করেন, তাহলে এমন কিছু বিপরীত শব্দের ঘেঁষা শব্দ দেখানো হলো–

বাবা-টাবা, জেডা-জুডা, আমি-টামি, তুমি-তামি,
কাকা-কুকা, ভাই-টাই, বইন-টইন, মামী-টামি।

ছেলে-টেলে, মায়ে-টেয়ে, মাইয়া-টাইয়া, পোলা-টোলা,
বউ-টউ, জামাই-টামাই, শ্বাশুড়ি-মাশুড়ি, ঝোলা-মোলা।

দুলা-মুলা, দুলাভাই-টুলাভাই, খালত ভাই-খুলত ভাই,
হাউড়ি-মাউড়ি, জিয়ারি-টিয়ারি, বেয়াই-টেয়াই, খাই-দাই।

খাইতাম-খুইতাম, খামু-টামু, যামু-টামু, গেছে-গুছে,
নাইচ-টাইচ, কাঁতা-মুতা, বালিশ-টালিশ, পাছে-পুছে।

জোতা-টোতা, মুজা-টুজা, ভাত-ভুত, তরকারি-মরকারি,
ঝোল-টোল, বত্তা-বুত্তা, জলে-জুলে, মশারি-টোশারি।

ডাইল-ডুইল, কুত্তা-মুত্তা, বিলাই-টিলাই, হলে-টলে,
বল-বুল, মাডে-মুডে, কাপড়-টাপড়, কলে-টলে।

উপ্রে-টুপ্রে, নিচে-নুচে, আগে-টাগে, পাতাইল্লা-পুতাইল্লা,
কালা-টালা, বেয়াই-টেয়াই, লেবু-টেবু, ফতুল্লা-মতুল্লা

ছাগল-টাগল বা ছাগল-ছুগল, গরু-টরু, হরি-টরি,
জিলাপি-টিলাপি, মিষ্টি-মুষ্টি, মালাই-টালাই, পুরি-টুরি।

আম-টাম, লেচু-টেচু, বেগুন-টেগুন, উস্তা-মুস্তা,
আলু-মালু, ভূত-মুত, গেলাস-টেলাস, বস্তা-বুস্তা।

গেলাস-টেলাস, পেলেট-পুলেট, বাসন-টাসন,
স্নান-টান, বিস্কুট-মিস্কুক, কলা-টলা, ভাষণ-টাষণ।

রাগে-মাগে, চেয়ার-টেয়ার, মদ-মুদ, গাজা-গুজা,
হালা-টালা, হালি-হুলি, বউ-টউ, পূজা-টুজা।

জামাই-জুমাই, কপি-টপি, ময়লা-টুয়লা,আগুন-টাগুন,
সিঙ্গাড়া-টিঙ্গাড়া, শাক-টাক, বাঘে-টাঘে, বাগুন-টাহুন।

হাগ-টাগ-(শাক), করি-টরি, ধরি-টরি, কপি-টপি,
চাইল-টাইল, মাছ-মুছ, ডাইল-ডুইল, টুপি-মুপি।

হুটকি-টুটকি( শুঁটকি) কলা-মলা, আপেল-টাফেল,
খাওন-টাওন, পানি-টানি, পড়া-টরা, রাইফেল-টাইফেল।

পোলাও-মোলাও, মুরগী-টুরগী, মাছ-মুছ, পাতা-পুতা,
বিরানি-টিরানি, গোস্ত-মোস্ত, গলা-টলা, ছুতা-মুতা।

এমনভাবে একে অপরের সাথে বা নিজে নিজেও অনেকেই যার যার আঞ্চলিক ভাষায় শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে থাকে। এর কারণ কী? আমি মনে করি এটা একরকম যার যার আঞ্চলিকতার অভ্যাস!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৮-২০২০ | ১০:৫৩ |

    আমিও ব্যক্তিগত ভাবে মনে করি এটা একরকম যার যার আঞ্চলিকতার অভ্যাস! সব এলাকাতেই পাবেন। বিষয়টি কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমার কাছে ভালোই লাগে। Smile

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১২-০৮-২০২০ | ২২:১৫ |

      আমার কাছে ভালো লাগে, দাদা। আবার এসব শব্দ নিয়ে অনেক সময় ভাবিও! মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদ।          

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ১২-০৮-২০২০ | ১৪:১১ |

    বেশ ইন্টারেস্টিংhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১২-০৮-২০২০ | ২২:১৮ |

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।           

      GD Star Rating
      loading...