মুক্তিযুদ্ধের চেতনা

আমি মুক্তিযুদ্ধ দেখেছি, স্বাধীনতাও দেখেছি
জন্ম আমার ১৯৬৩ইং জুনমাসে,
১৯৭১ সালের ২৫শে মার্চ সারাদেশে শুরু হয় মুক্তিযুদ্ধ
তা শেষ হয়েছিল নয়মাসে।

আমি তখন খুবই ছোট, ৮ বছরের অবুঝ শিশু
তবুও স্পষ্ট মনে আছে,
পাক-হানাদার বাহিনীর গনহত্যা, জ্বালাও পোড়াও ধর্ষণ
তা ইতিহাসেও লেখা রয়েছে।

তার প্রমাণ আমিও একজন, মুক্তিযুদ্ধ চলছিল যখন
গিয়েছিলাম বাবার সাথে বাজারে,
বেচাকেনা চলছিল তখন, আসলো একদল পাকবাহিনী
এলোপাতাড়ি গুলি ছুড়ছিল বারেবারে।

বাজারে লাগিয়ে দিল আগুন, শুরু হলো রাইফেলের বাড়ি
চলছিল অশ্লীল উর্দু ভাষা,
লাগলো জনতার দৌড়াদৌড়ি, করছিল পালানোর চেষ্টা
ছেড়ে দিয়ে জীবনের আশা।

আমি বাবাকে ধরে কাঁদছিলাম, বাবা দিলেন শান্তনা
তাতেও রক্ষা হলো না,
বাবাকে সহ ধরে ফেললো কয়েকজন, কলেমা বাতাও
বাবা কলেমা পারলো না!

যাঁরা পারলো তাঁদের কিছুই বললো না, ছেড়ে দিলো।
বাবাকে তাঁরা বেঁধে ফেললো,
ওঁরা বাবাকে বেধড়ক মারল, গুলি করার প্রস্তুতি নিলো
বাজারের একপাশে নিয়ে গেল।

আমি তাঁদের পায়ে ধরে বললাম, ছেড়ে দিন বাবাকে
নিদয়া পাকবাহিনীর দয়া হলো,
আমার কান্নায় বাবাকে গুলি করেনি, জোরে লাত্থি মারলো
তারপর বাবাকে ছেড়ে দিলো।

বাবা আর হাঁটতে পারছিল না, তবুও থামছিলাম না,
মা কাঁদছিল আমাদের দেরিতে,
আমাদের দেরি দেখে কেঁদেছিল বড়দি, শান্ত হলো সবাই
আমরা যখন আসলাম বাড়িতে।

মনে পড়ে মনে পড়ে খুব, মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা
তা কীভাবে করি বর্ণনা?
প্রাণ বাঁচাতে কত মানুষ ছেড়েছিল বাড়ি, হয়েছে শরনার্থী
ভারত গিয়ে দিয়েছিল ধর্না।

১৯৭১ সালের ডিসেম্বর শুরুতে, পাকবাহিনী নিশ্চিত হলো
তাঁদের হবে না টিকে থাকা,
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, চারদিকে বিজয়ের জয়ধ্বনী
উড়ল মুক্তিযুদ্ধের বিজয়ের পতাকা।

মুক্তির জন্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ
ত্রিশ লক্ষ শহীদের জীবনদান,
দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
সবই ছিল তাঁদেরই অবদান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২০ টি মন্তব্য (লেখকের ১০টি) | ১০ জন মন্তব্যকারী

  1. নৃ মাসুদ রানা : ১০-১২-২০১৯ | ৯:০৪ |

    দারুণ লিখেছেন প্রিয়।    

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১০ |

      সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।                

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১০-১২-২০১৯ | ১৩:২১ |

    মুক্তির জন্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ
    ত্রিশ লক্ষ শহীদের জীবনদান,
    দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
    সবই ছিল তাঁদেরই অবদান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১১ |

      সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।              

      GD Star Rating
      loading...
  3. সুমন আহমেদ : ১০-১২-২০১৯ | ১৮:৫১ |

    মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১২ |

      সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।             

      GD Star Rating
      loading...
  4. ইসিয়াক : ১০-১২-২০১৯ | ১৮:৫৪ |

    অনেক ভালো লিখেছেন ভাইয়া।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১৩ |

      সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।   

      GD Star Rating
      loading...
  5. সাজিয়া আফরিন : ১০-১২-২০১৯ | ১৯:১১ |

    একটি পূর্ণাঙ্গ ইতিহাস।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১৩ |

      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দিদি।          

      GD Star Rating
      loading...
  6. রিয়া রিয়া : ১০-১২-২০১৯ | ২০:১৮ |

    জীবনের কথা। কী দুঃসময়টাই না পার করেছেন দাদা।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১৪ |

      সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দিদি।             

      GD Star Rating
      loading...
  7. সৌমিত্র চক্রবর্তী : ১০-১২-২০১৯ | ২০:৫২ |

    পাক-হানাদার বাহিনীর গনহত্যা, জ্বালাও পোড়াও ধর্ষণ
    তা ইতিহাসেও লেখা রয়েছে। 

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১৫ |

      সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।   

      GD Star Rating
      loading...
  8. আবু সাঈদ আহমেদ : ১০-১২-২০১৯ | ২১:০৫ |

    ত্রিশ লক্ষ শহীদের জীবনদান,
    দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সবই ছিল তাঁদেরই অবদান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১৬ |

      দুঃখ শুধু একটাই, তা হলো, যাদের রক্তের বিনিময়ে এই মহান স্বাধীনতা অর্জিত হলো, আমি আজও তাদের সম্মান করতে শিখিনি।            

      GD Star Rating
      loading...
  9. শাকিলা তুবা : ১০-১২-২০১৯ | ২১:৫৩ |

    এই স্মৃতি কখনও নষ্ট হবার নয়। 

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১৭ |

      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দিদি।          

      GD Star Rating
      loading...
  10. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১০-১২-২০১৯ | ২৩:২২ |

    * মুক্তিযুদ্ধ আমাদের অহংকার…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১১-১২-২০১৯ | ৩:১৮ |

      সত্যি তা-ই শ্রদ্ধেয় কবি দাদা। সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।         

      GD Star Rating
      loading...