শ্রদ্ধেয় আজাদ কাস্মীর জামান। যিনি ছদ্মনামে মুরুব্বী হয়ে আমাদের সকলের কাছে পরিচিত। শ্রদ্ধেয় মুরুব্বি দাদা’র আরেকটা পরিচয় আছে। তিনি এই স্বনামধন্য শব্দনীড় বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং শব্দনীড় ব্লগ মডারেটরও। শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র সাথে আমার প্রথম পরিচয় বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত, ফেসবুক থেকে। তারপর শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র সহায়তায় এই স্বনামধন্য শব্দনীড় বাংলা ব্লগে আমার রেজিষ্ট্রেশন করা। এরপর থেকেই আমি শব্দনীড় ব্লগে লেখালেখি শুরু করি।
প্রতিদিন শব্দনীড়ে যখনই লগইন করে ভেতরে প্রবেশ করতাম, তখনই শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’কে ব্লগে দেখতাম। শব্দনীড় ব্লগে যে কারোর পোস্ট প্রকাশ হওয়ার সাথে সাথে সেই পোস্টে সম্মানিত মুরুব্বী দাদা’র সুন্দর গঠনমূলক একটা মন্তব্য দেখতে পেতাম। কিন্তু হঠাৎ করে আজ দুইদিন ধরে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র কোনও সাড়াশব্দ পাচ্ছিলাম না। তাই আজ সকাল ১১টার সময় শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র মোবাইল নাম্বারে একটা কল করেছিলাম। তার-ও কোনও সাড়াশব্দ না পেয়ে মেসেজের মাধ্যমে বার্তা প্রেরণ করলাম, “শ্রদ্ধেয় দাদা, আপনি কোথায়? ব্লগে দেখছি না কেন? কোনও সমস্যায় আছেন?”
এর কিছুক্ষণ পর আমার নাম্বারে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র একটা মেসেজ আসলো, “My heart is not working. There r 2 blocks. Last night I have admited to cardiac hospital in Bogra. CCU unit. Pls pray for me.”
মেসেজ পেয়ে বুঝতে পারলাম উনি অসুস্থ! এতে আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পেয়েছি। ভাবছি প্রতিদিন প্রতিক্ষণ যেই মানুষটির পদচারণায় আর সুন্দর মন্তব্যের শব্দে শব্দনীড় ব্লগ প্রাণচাঞ্চল্য হয়ে উঠতো। সেই হাস্যোজ্বল হাসিখুশি মানুষটি আজ দুইদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে।
তাই আমি ব্যক্তিগতভাবে মহান ঈশ্বরের কাছে আমার প্রাণপ্রিয় মুরুব্বী দাদা’র আশু আরোগ্য কামনা করছি। সেইসাথে শব্দনীড় বাংলা ব্লগের নিবন্ধিত সকল লেখক/লেখিকার কাছে অনুরোধ করছি, আপনারা মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা’র সুস্থতার জন্য প্রার্থনা করবেন। যাতে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের সকলের মাঝে ফিরে আসে।
শ্রদ্ধেয় আজাদ কাশ্মীর জামান (মুরুব্বী) দাদা’র আশু আরোগ্য কামনায়, আমরা শব্দনীড় ব্লগের সকলে।
loading...
loading...
শ্রদ্ধেয় আজাদ কাস্মীর জামান (মুরুব্বি) বন্ধুর আশু আরোগ্য কামনায়, আমরা শব্দনীড় ব্লগের সকলে।
loading...
আজকে একটা মেসেজ বার্তা পাঠিয়ে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র বর্তমান অবস্থা জানতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ফিরতি বার্তা আমার মোবাইল মেসেজ ইনবক্সে আসেনি। এতেই বুঝে নিতে হচ্ছে যে, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র আশু আরোগ্য কামনা করছি। যেন মহান সৃষ্টিকর্তার দয়ায় মুরুব্বী দাদা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
loading...
আল্লাহ তায়ালা উনাকে তাড়াতাড়ি সুস্হতা দীর্ঘায়ু দান করুন কায়মনে এই কামনা
মহানের দরবারে।
loading...
আজকে একটা মেসেজ বার্তা পাঠিয়ে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র বর্তমান অবস্থা জানতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ফিরতি বার্তা আমার মোবাইল মেসেজ ইনবক্সে আসেনি। এতেই বুঝে নিতে হচ্ছে যে, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র আশু আরোগ্য কামনা করছি। যেন মহান সৃষ্টিকর্তার দয়ায় মুরুব্বী দাদা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
loading...
আজাদ কাশ্মির জামান ভাইয়ের কি অবস্থা এখন? কারও নিকট খবর থাকলে শেয়ার করার অনুরুধ করছি।
…………..আল্লাহর নিকট প্রার্থনা করছি- তিনি যেন তাকে সুস্থতা দান করেন।
loading...
আজকে একটা মেসেজ বার্তা পাঠিয়ে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র বর্তমান অবস্থা জানতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ফিরতি বার্তা আমার মোবাইল মেসেজ ইনবক্সে আসেনি। এতেই বুঝে নিতে হচ্ছে যে, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র আশু আরোগ্য কামনা করছি। যেন মহান সৃষ্টিকর্তার দয়ায় মুরুব্বী দাদা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
loading...
এখন কি অবস্থা কেউ কি জানেন ? শ্রদ্ধেয় মুরুব্বী সাহেবের আশু রোগমুক্তি কামনা করছি ।
loading...
আজকে একটা মেসেজ বার্তা পাঠিয়ে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র বর্তমান অবস্থা জানতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ফিরতি বার্তা আমার মোবাইল মেসেজ ইনবক্সে আসেনি। এতেই বুঝে নিতে হচ্ছে যে, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র আশু আরোগ্য কামনা করছি। যেন মহান সৃষ্টিকর্তার দয়ায় মুরুব্বী দাদা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
loading...
জাগো তুমি ভগবান
ওগো সর্ব শক্তিমান
প্রার্থনার হয়েছে সময়।
শব্দনীড় ব্লগের প্রতিষ্ঠাতা তথা মডারেটর এবং
পরমশ্রদ্ধেয় কাশ্মীর জামান (মুরুব্বী)- দাদার
আকস্মিক শারীরিক অসুস্থতার
সংবাদ পেয়ে আমি মর্মাহত।
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই
তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।
আসুন, আমরা সকলেই প্রেমময় ঈশ্বরের কাছে
বিনতি প্রার্থনা করি–
কোথা তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ
তুমি ওঠো তুমি জাগো–
তুমি ভক্তের আকুল আহ্বানে সাড়া দাও ঠাকুর।
দাদার আরোগ্য কামনা করি।
তুমি মুখ তুলে চাও ঠাকুর।
তোমার অমিয় পরশ পেয়ে তিনি
যেন আবার সুস্থ হয়ে উঠেন।
ওগো ঠাকুর! হে প্রেমময় প্রাণপুরুষ!
তোমার প্রাণঢালা আশীর্বাদে প্রাণদান করে
তাঁকে চির সুস্থ করে তোল দয়াময়।
তোমার অমিয় পরশে সুস্থ হয়ে উঠুক
আমাদের পরম পূজনীয় আরাধ্য আপনজন
শ্রদ্ধেয় কাশ্মীর জামান আজাদ মহাশয়।
এই হোক আমার, আপনার, আমাদের সকলের
সম্মিলিত, বিনীত ঐকান্তিক প্রার্থনা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
loading...
আজকে একটা মেসেজ বার্তা পাঠিয়ে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র বর্তমান অবস্থা জানতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ফিরতি বার্তা আমার মোবাইল মেসেজ ইনবক্সে আসেনি। এতেই বুঝে নিতে হচ্ছে যে, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র আশু আরোগ্য কামনা করছি। যেন মহান সৃষ্টিকর্তার দয়ায় মুরুব্বী দাদা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
loading...
মুরব্বীর রোগ মুক্তি কামনা করছি। ফিরে আসুন আমাদের মাঝে… যত দ্রুত সম্ভব।
loading...
আজকে একটা মেসেজ বার্তা পাঠিয়ে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র বর্তমান অবস্থা জানতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ফিরতি বার্তা আমার মোবাইল মেসেজ ইনবক্সে আসেনি। এতেই বুঝে নিতে হচ্ছে যে, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র আশু আরোগ্য কামনা করছি। যেন মহান সৃষ্টিকর্তার দয়ায় মুরুব্বী দাদা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
loading...
নিঃস্বার্থ ভাবে সময় ও শ্রম দিয়ে এমন একটা ব্লগ সাইট টিকিয়ে রাখা এবং জনপ্রিয় করার মানসিকতার জন্য, মুরুব্বী (আজাদ ভাই) কে আমি ভীষণ শ্রদ্ধা করি। তাঁর সাথে ফেসবুকে এড আছি, কিন্তু খবরটা জানতাম না। আমিও উনার সুস্থতা কামনা করছি মন থেকে। আমি জানি খুব দ্রুতই তিনি আগের মত সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে।

loading...
আজকে একটা মেসেজ বার্তা পাঠিয়ে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র বর্তমান অবস্থা জানতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ফিরতি বার্তা আমার মোবাইল মেসেজ ইনবক্সে আসেনি। এতেই বুঝে নিতে হচ্ছে যে, শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন। তাই মহান সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধেয় মুরুব্বী দাদা'র আশু আরোগ্য কামনা করছি। যেন মহান সৃষ্টিকর্তার দয়ায় মুরুব্বী দাদা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
loading...
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বীর আশু রোগমুক্তি কামনা করছি, আমীন।
loading...
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব মুরুব্বী। শব্দনীড়ের সকল প্রেরণাদাতা মুরুব্বীর আশু রোগ মুক্তি কামনা করছি।
আল্লাহ্ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমীন
loading...
মুরুব্বি ভাইয়ের কোন আবডেইট খবর আছে কি না! থাকলে জানাবেন।
loading...
অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এতে আমি খুবই চিন্তিত! এখন সবকিছুই মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করছে। শ্রদ্ধেয় মুরুব্বী দাদা যেখানেই থাকুক, মহান সৃষ্টিকর্তার যেন ভালো রাখে।
loading...
ওনি অসুস্থ্য আমি এই মাত্র জানতে পারলাম। আমি অবশ্যই উনার আরোগ্য কামনা করি। উনি নিশ্চয় খুব শিঘ্রই সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
loading...
বন্ধু ফিরে এসো সুস্থ হয়ে,
দু, হাত তুলে দোয়া মাঙ্গি হে, খোদা, বন্ধুরে সুস্থ করে দাও!
আল্লাহ তোমার সহায় হউন বন্ধু, আমিন।
loading...
সবাই আমার সালাম এবং সম্মান জানবেন।
কার্ডিয়াক এ্যারেস্টে আমার হার্টের একটি অংশ ড্যামেজ বা প্যারালাইসিস হয়েছে। ডিজঅর্ডার। যেখানে স্বাভাবিক রক্ত বা বাতাস চলাচল করছে না। এই ক্ষতির জায়গাটিকে হার্টের ব্লক বলা হয় কিনা আমি জানি না। এটা স্থায়ী ক্ষতি।
দুই সপ্তাহ পর এনজিওগ্রাম করলে হার্টে ঠিক কয়টি ব্লক আছে বা হয়েছে সেটা হয়তো জানা যাবে। আমার শরীর খুব খারাপ। স্মৃতি শক্তি ধরে রাখতে পারছি না। ধীরে ধীরে অনেক কথা অনেক স্মৃতি আমি ভুলে যাচ্ছি।
আমার জন্য দোয়া করবেন। আমার স্ত্রী এবং আমি সহ আমাদের ৩ ছেলে-মেয়ে সহ ৫ জনের দাম্পত্য সংসারে আমরা আজ স্থবির এবং বাকরুদ্ধ। মধ্যবিত্তের একটি সংসারে এমন মারাত্মক দুঃসংবাদ অনেক কিছুই মীন করে।
অনুগ্রহ করে শব্দনীড়কে এগিয়ে নিয়ে যাবেন। এই শব্দনীড় আপনাদের। এর খ্যাতি বা সম্মান একদিনে তৈরী হয়নি। দীর্ঘ ১০ বছরে আপনাদের তিল তিল ভালোবাসায় শব্দনীড় নামের সাহিত্য নির্ভর অলাভজনক, অব্যবসায়িক মুক্তবুদ্ধি চর্চার অরাজনৈতিক একটি প্লাটফর্ম ধরে রাখা কম পরিশ্রমের নয়।
মনে রাখবেন সব ক্রেডিট আপনাদের; আমি শুধু পাশে ছিলাম মাত্র। কৃতজ্ঞতা।
loading...
আপনি মোটামুটি সুস্থ হয়েও যে আমাদের মাঝে ফিরে এসেছেন, তাতে আমরা শবনীড়ের সকলেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আশা করি কিছুদিনের মধ্যেই আপনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন। শুভকামনা সবসময়। সেইসাথে আশা করি সপরিবারে ভালো থাকবেন।
loading...
আমাদের মাঝে ফিরে আসার জন্য ধন্যবাদ। শরীরের যত্ন নিন। নিয়ম মেনে চলুন। ডাক্তারের উপদেশ মতো চলবেন এইটাই একমাত্র উপায়। ভালো থাকবেন।
loading...
আজাদ কাশ্মীর জামান (মুরুব্বী) দাদা'র আশু আরোগ্য কামনা আমার সব সময়ের।
loading...
আজাদ ভাই না থাকলে ব্লগ খালি খালি লাগে।
loading...
আমার ব্যক্তি-জীবনে অন্যতম সবচেয়ে প্রিয় মানুষ তিনি। তাকে সুস্থ্য হতেই হবে।
loading...
আজাদ কাশ্মীর জামান। তিনি আমার পরম প্রিয় বন্ধু।
loading...