এই নশ্বর ভবসংসারে মানুষের আগমনী বার্তা কেবল গর্ভধারিণীই জানতো। তা এখনো জানে। তবে বর্তমানে আধুনিক ডাক্তারি পরীক্ষায় ডাক্তাররাও বলে দিতে পারে আমার মায়ের প্রসববেদনা কবে উঠবে। আর কবে কখন গর্ভের শিশুটি ভূমিষ্ট হবে। কিন্তু এই নশ্বর ভবসংসার থেকে বিদায় নেওয়ার (মৃত্যু) সময়সূচি কেউ বলতে পারে না। তাই এই নশ্বর ভবসংসারে যা-কিছু আছে সবই অনিশ্চিত। যেমন: ক্ষমতা, ধনসম্পদ, শারীরিক শক্তি, রূপের বাহার, সময়ে আগেপিছে থাকা অজস্র চুনোপুঁটি।
জীবদ্দশায় কারোর হাত থাকে না। পা থাকে না। চোখ থাকে না। বাড়ি-ঘর থাকে না। টাকা-পয়সা থাকে না। ক্ষমতা থাকে না। ধনসম্পদ থাকে না। আগেপিছে লালিত চুনোপুঁটির দলও থাকে না। এমনকি নিজের সন্তানও কাছে থাকে না। সংসারের সবাই পর হয়ে যায়। বৃদ্ধাবস্থায় আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তাই নশ্বর ভবসংসারের মায়া মমতা ধনসম্পদ সবই অনিশ্চিত। কেবল জীবের মৃত্যুই নিশ্চিত। আমিও এই নশ্বর ভবসংসারে সবার মাঝে চিরস্থায়ী নই। আমি ক্ষণিকের জন্য। এই আছি, এই নেই। যেমন: নিঃশ্বাসের বিশ্বাস নেই। আগামীকাল হয়তো এই নশ্বর ভবসংসারে না-ও থাকতে পারি।
কিন্তু আগামীকাল তো পবিত্র ঈদ-উল-আজহা। সারা দেশে আমার সম্মানিত মুসলমান ভাইদের (ইসলাম ধর্মাবলম্বী) পবিত্র ঈদু-উল-আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাইকে আমার মৃত্যুর খবর জানিয়ে আগাম পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সাথে কামনা করছি, মহান সৃষ্টিকর্তার নামে নিজের মনে লালিত পশুত্বকে কোরবানি করে, নিজের মন থেকে হিংসা, অহংকার, লোভ-লালসা, পরনিন্দা দূর করে একজন খাঁটি মানব রূপে আবির্ভূত হবেন। এটাই হোক পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ। সবার আনন্দে আমিও আনন্দিত উল্লসিত। সবাইকে আবারও পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
শুভেচ্ছান্তে: নিতাই বাবু।
loading...
loading...
পবিত্র ঈদের শুভেচ্ছা মি. নিতাই বাবু। ভালো থাকুন সবসময়।
loading...
সকলে মোরা সকলের তরে। ধর্ম যার যার, উৎসব হোক সবার। পবিত্র ঈদ-উল-আজহার আগাম শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় দাদা।
loading...
পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা নিতাই বাবু। ঈদ মুবারক।
loading...
ধর্ম যার যার, উৎসব হোক সবার। শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি দাদা।
loading...
মহান সৃষ্টিকর্তার নামে নিজের মনে লালিত পশুত্বকে কোরবানি করে, নিজের মন থেকে হিংসা, অহংকার, লোভ-লালসা, পরনিন্দা দূর করে একজন খাঁটি মানব রূপে আবির্ভূত হবেন। এটাই হোক পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ। ঈদ মোবারক নিতাই বাবু।
loading...
সকলে মোরা সকলের তরে। ধর্ম যার যার, উৎসব হোক সবার। পবিত্র ঈদ-উল-আজহার আগাম শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় দাদা।
loading...
পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক দাদা। ঈদ মোবারক।
loading...
শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় রিয়া দিদি।
loading...
ঈদ মোবারক!
loading...
পবিত্রঈদ-উল-আজহার শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় দাদা।
loading...
পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা কবি।
loading...
পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় দিদি।
loading...