শুনেছি আমরা নাকি জীবের সেরা মানুষ
আমরা বুদ্ধিমান প্রাণী,
তাহলে কেন এতো গরিমা, হিংসা, অহংকার
পরেরটা নিয়ে টানি?
শুনেছি আমরা নাকি মাটির তৈরি মানব
মাটির মতো মন,
তাহলে কেন এতো দাঙ্গা, হাঙ্গামা, মারা-মারি
মনুষকে করছি জখম?
শুনেছি আমরা নাকি আদম হাওয়ার সন্তান
রক্তমাংসে দেহ গড়া,
তাহলে কেন এতো ঝগড়া, বিবাদ, হানাহানি
লোভ লালসা ভরা?
শুনেছি আমরা নাকি সভ্য-জগতের সভ্য জাতি
আমাদের শিক্ষা-দীক্ষা বেশি,
তাহলে কেন এতো গুজব, বলাৎকার, ধর্ষণ
অবলার লজ্জায় হাসি?
শুনেছি আমরা নাকি ধর্মপ্রাণ ধর্মে বিশ্বাসী
আমরা খাঁটি ঈমানদার,
তাহলে কেন এতো ধর্ম নিয়ে বাড়াবাড়ি
মারামারি, অত্যাচার, তিরস্কার?
শুনেছি আমরা নাকি সব মুসলমান ভাই ভাই
কোনো-না-কোনো পীরের ভক্ত,
তাহলে কেন এতো গোলা-গুলি বোমাবর্ষণ
মসজিদ হছে রক্তাক্ত?
শুনেছি আমরা নাকি অসাম্প্রদায়িক সম্প্রীতি
আমাদের সম্পর্ক মধুর,
তাহলে কেন এতো লঘুদের প্রতি লঘুচাপ
বিগ্রহ মন্দির ভাংচুর?
শুনেছি আমরা নাকি শান্তিপ্রিয় বাঙালি জাতি
আছে একতা সু-শৃঙ্খল,
তাহলে কেন এতো গুজব, বিরোধিতা, আন্দোলন
মিথ্যে বলি অনর্গল?
শুনেছি আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক
সবার সমান অধিকার,
তাহলে কেন এতো বে-বিচার, স্বেচ্ছাচারিতা
বিনা বিচারে ক্রসফায়ার?
শুনেছি আমরা নাকি মধ্য আয়ের দেশে
আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ,
তাহলে কেন এতো অন্য বস্ত্রের হাহাকার
দিন দিন বাড়ছে দরিদ্রতা?
শুনেছি আমরা নাকি হিন্দু মুসলিম ভাই ভাই
দেখাই উদারতার ভাব,
তাহলে কেন এতো পরনিন্দা, তুচ্ছতাচ্ছিল্য ঘৃণা
আসলে মন-মানসিকতার অভাব।
loading...
loading...
এখনও দুইকোটি মানুষ ভালোভাবে খেতে পারে না।
এখনও চারকোটি ৮২ লক্ষ বেকার আছে এদেশে।
loading...
তবুও আমাদের নাকি মধ্য আয়ের দেশে পদার্পণ।শুভকামনা সবার জন্য।
loading...
শুনেছি আমরা নাকি হিন্দু মুসলিম ভাই ভাই
দেখাই উদারতার ভাব,
তাহলে কেন এতো পরনিন্দা, তুচ্ছতাচ্ছিল্য ঘৃণা
আসলে মন-মানসিকতার অভাব।
loading...
কিছুর থেকে কিছু হলেই শুরু হয় হট্টগণ্ডগোল। আমরা ভাই ভাই নাম পুটাই। শ্রদ্ধা কৃতজ্ঞতা আর শুভকামনা।
loading...
শুনে শুনে আমরা আমরাই আমাদের কান পাকাই। সুন্দর কবিতা নিতাই দা।
loading...
আমরা নাকি ভাই ভাই, বহির্বিশ্বে নাম পুটাই। তবুও মিলেমিশে খাই দাই। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
loading...
কত কথাই না শুনি।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয় কিবি দিদি।
loading...
ভাল বলেছেন প্রিয় কবি দা।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি রিয়া দিদি।
loading...
নো কান টু শোনাশুনি। উই উইল মেক এ হ্যাপী লাইফ টুগেদার।
loading...
নিজের মতেই চলা ভালো। শোনা কথায় গুলি মারি!
loading...
আমরা জীবের সেরা মানুষ। আমরা বুদ্ধিমান প্রাণী।
loading...
একটা কুকুরকে একদিন কিছু খেতে দিলে সেই কুকুরটি সারাজীবন মনে রাখে। আর একজন মানুষকে একবছর খাওয়ালে এক ঘণ্টাও মনে রাখে না। আমরা জীবের সেরা।
loading...