আমরা কী না পারি? সবই পারি
আমরা পারি সবই পারি!
যা খুশি তাই করতে পারি,
ভালো খারাপ সবই পারি;
অপকর্মও করতে পারি!
আমরা পারি সবই পারি!
মিথ্যা কথাও বলতে পারি,
সত্যকে গোপন রাখতে পারি;
বাহাদুরিও দেখাতে পারি!
আমরা পারি সবই পারি!
টাকার কাছে হারতে পারি,
স্বার্থের টানে মরতে পারি;
ভালোবাসাও ভুলতে পারি!
আমরা পারি সবই পারি!
আপনকে পর করতে পারি,
পরকে আপন করতে পারি;
ঈমানদারও সাজতে পারি!
আমরা পারি সবই পারি!
ক্ষমতার লোভ করতে পারি,
বেঈমানি করা ভালো পারি;
কারচুপিও করতে পারি!
আমরা পারি সবই পারি!
টাকার জন্য সবই পারি,
একে অপরকে মারতে পারি;
অযথা ফাঁসাতে পারি!
আমরা পারি সবই পারি!
মা বাবাকে বকতে পারি,
রাস্তায় তাঁদের নামাতে পারি;
বৃদ্ধাশ্রমেও পাঠাতে পারি!
আমরা পারি সবই পারি!
খাদ্যে ভেজাল করতে পারি,
দুধে পানি মেশাতে পারি;
ফরমালিনও মেশাতে পারি!
আমরা পারি সবই পারি!
মিথ্যা হাজত খাটাতে পারি,
প্রশ্নপত্র ফাঁস করতে পারি;
ক্রসফায়ারও করতে পারি!
আমরা পারি সবই পারি!
ফতোয়া জারি করতে পারি,
ধর্মের ব্যবসা করতে পারি;
গরিবদেরও মারতে পারি!
আমরা পারি সবই পারি!
যৌতুকের বিরুদ্ধে বলতে পারি,
যৌতুক আদায় করতে পারি;
যৌতুক দিতেও পারি!
আমরা পারি সবই পারি!
হালাল হারাম খেতে পারি,
অযথা কসম খেতে পারি;
মানসম্মানও খেতে পারি!
আমরা পারি সবই পারি!
মিথ্যা আশ্বাস দিতে পারি,
ক্ষমতার দাপট দেখাতে পারি;
জবরদখলও করতে পারি!
আমরা পারি সবই পারি!
গণতন্ত্র জনতন্ত্র বলতে পারি,
গণতন্ত্র হত্যা করতে পারি;
জননেতাও সাজতে পারি!
loading...
loading...
শতকরা শতভাগ সত্য যে, আমরা কী না পারি? সবই পারি সবই পারি।
loading...
সুন্দর মন্তব্যের জন্য চিরকৃতজ্ঞ। সাথে শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা ।
loading...
আমরা পারি সবই পারি!
যা খুশি তাই করতে পারি,
ভালো খারাপ সবই পারি;
অপকর্মও করতে পারি!
অপকর্মটি বেশী করতে পারি নিতাই বাবু। অবশ্যই মোটা দাগে।
loading...
ঠিক বলেছেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। শুভকামনা রইল। আশা করি ভালো থাকবেন ।
loading...
শুধু পারি না
না পারি না –
মৃত্যু কে জীবিত করতে
না -না পারি
না পারি———
অনেক শুভ কামনা কবি দা রইল—-
loading...
ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবি দাদা। অনেক অনেক ধন্যবাদ ।
loading...
শব্দ বাক্যের পুনরাবৃত্তি করলাম না প্রিয় কবি নিতাই দা। আপনি সত্য বলেছেন।
loading...
ভালো থাকবেন শ্রদ্ধেয় রিয়া দিদি। শুভকামনা থাকলো ।
loading...
আমরা সব পারি।
loading...
সত্যি আমরা সবই পারি, করতেও পারি! আমরা যা খুশি তা-ই করতে পারি!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি।
loading...