মা জাতির কতো নাম!
মা তুমি মেয়ে, তুমি নন্দিনী, তুমি দুলালী
মা তুমি তনয়া, তুমি সূতা,
মা তুমি আত্মজা, তুমি পুত্রী,
মা তুমি কন্যা, তুমি তনয়া, তুমি দুহিতা।
মা তুমি বউ, তুমি বধূ, তুমি স্ত্রী,
মা তুমি পত্নী, তুমি সহধর্মিণী,
মা তুমি জায়া , তুমি ভার্যা,
মা তুমি বেগম, তুমি বিবি, তুমি গৃহিণী।
মা তুমি কলত্র, তুমি অর্ধাঙ্গী,
মা তুমি জীবন সাথী, তুমি কামিনী,
মা তুমি দারা, তুমি বনিতা,
মা তুমি গিন্নী, তুমি রমণী, তুমি সীমন্তিনী।
মা তুমি মা, তুমি মাতা, তুমি নারী,
মা তুমি জন্মদাত্রী, তুমি জননী,
মা তুমি অঙ্গনা, তুমি ললনা,
মা তুমি কান্তা, তুমি ভাসিনী, তুমি গর্ভধারিণী।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'মা তুমি মা, তুমি মাতা, তুমি নারী,
মা তুমি জন্মদাত্রী, তুমি জননী,
মা তুমি অঙ্গনা, তুমি ললনা,
মা তুমি কান্তা, তুমি ভাসিনী, তুমি গর্ভধারিণী।'
অসাধারণ প্রিয় কবি মি. নিতাই বাবু। শুভ সকাল।
loading...
মা হলেন আমার স্বর্গ। বাবা আমার স্বর্গের দরজা । সেই মা বাবাকে আমি আজও চিনতে পারিনি। কারণে অকারণে কত যে কষ্ট তাঁদের দিয়ে থাকি, তার কোনও হিসেব নেই। মহান সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন কি?
শুভেচ্ছা প্রতিক্ষণ শ্রদ্ধেয় কবি দাদা।
loading...
দাদা সত্যি অতুলনীয়। মা হচ্ছে স্বর্গ।
loading...
“জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী”।
“মা আমার মাটি আমার”।
অথচ তবুও–
মাটির মাকে পূজি মোরা
আসল মাতা কাঁদছে ঘরে,
জনমদুখী মা কাঁদছে তাই
মায়ের চোখে অশ্রু ঝরে।
সুন্দর উপস্থাপনা। কবিকে শ্রদ্ধা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
loading...
মা আমার স্বর্গের ফুল । মা আমার স্বর্গ ।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।
loading...
আসলেই তাই। মা জাতির কতো নাম !!
loading...
মা তুমি কান্তা, তুমি ভাসিনী, তুমি গর্ভধারিণী। প্রণাম কবি দা।
loading...
আমার মা বেঁচে নেই দিদি। প্রতি দুই একমাস পরপর মা এবং বাবার শ্মশানে গিয়ে প্রণাম করি, আশীর্বাদ চাই, প্রার্থনা করি।
loading...
মা কথাটা ছোট্ট অতি । কিন্তু এই মায়ের ভালবাসার গভীরতা বলে বোঝানো যাবে না। চমৎকার প্রকাশ কবি নিতাই বাবু। সুন্দর আপনার কবিতার থিম। শুভ কামনা আপনার জন্য।
loading...
আপনার সুন্দর গমনশীল মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আশা করি ভালো থাকবেন ।
loading...