আমিও একজন মানুষ
আমি হিন্দু, তাই কেউ বলে–
আমি চাঁড়াল, মালাউন।
আমি পূজা করি, তাই কেউ বলে–
আমি বিধর্মী, বেদুইন।
আমি চাকুরী করি, তাই কেউ বলে–
আমি চাকর, গোলাম।
আমি দেখতে সুন্দর নই, তাই কেউ বলে–
আমি কূশ্রী, অসুন্দর।
আমিও একজন মানুষ, তবুও কেউ বলে–
আমি অমানুষ, গরুছাগল।
আমার টাকা নাই, তাই কেউ বলে–
আমি দরিদ্র, গরিব।
আমার অর্থ নাই, তাই কেউ বলে–
আমি অর্থহীন, অভাবি।
আমার বাড়ী নাই, তাই কেউ বলে–
আমি ভারাটিয়া, ভারাইট্টা
আমার শিক্ষাদীক্ষা কম, তাই কেউ বলে–
আমি অশিক্ষিত, গণ্ডমূর্খ।
আমার ভিতরে ঘৃণা নেই, তবুও এই সমাজে–
আমি ঘৃণিত, লাঞ্ছিত।
এত অপবাদের পরও এ দেশে এ সমাজে–
আমার বেঁচে থাকতে ইচ্ছে করে।
সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় আক্ষেপ থাকলেও সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই মি. নিতাই বাবু।
loading...
শ্রদ্ধেয় গুরুতুল্য কবি দাদা, সমসময় এই সমাজের কিছু মানুষের মনোভাব দেখলে খুবই কষ্ট লাগে। তখন বিধাতাকে প্রশ্ন করি, কেন পাঠালে আমায় তোমার এই সুন্দর পৃথিবীতে? এখানে প্রভু ভালোবাসার খুবই অভাব। অভাব মানবতার। অভাব রয়েছে প্রশংসার। অভাব স্বার্থহীন মানুষের।
দ্রষ্টব্য : এই মন্তব্যের লেখা ফেসবুক থেকে কপি করে মোবাইল থেকে এখানে দিতে সক্ষম হয়েছি। চেষ্টা আমার স্বার্থক হয়েছে। জয় গুরু, জয় গুরু।
loading...
আপনার জন্য আন্তরিক ভালবাসা প্রিয় কবি নিতাই দা।
loading...
শ্রদ্ধেয় রিয়া দিদি, সমসময় এই সমাজের কিছু মানুষের মনোভাব দেখলে খুবই কষ্ট লাগে। তখন বিধাতাকে প্রশ্ন করি, কেন পাঠালে আমায় তোমার এই সুন্দর পৃথিবীতে? এখানে প্রভু ভালোবাসার খুবই অভাব। অভাব মানবতার। অভাব রয়েছে প্রশংসার। অভাব স্বার্থহীন মানুষের।
ধন্যবাদ অজস্র। ভালো থাকবেন সবসময় ।
loading...
হতবিহ্বল হলাম লিখাটি পড়ে। সামাজিক পার্থক্য কে আমি পার্থক্য মনে করি না।
আমরা সবাই মানুষ।
loading...
চলার পথে সমসময় এই সমাজের কিছু মানুষের মনোভাব দেখলে খুবই কষ্ট লাগে। তখন বিধাতাকে প্রশ্ন করি, কেন পাঠালে আমায় তোমার এই সুন্দর পৃথিবীতে? এখানে প্রভু ভালোবাসার খুবই অভাব। অভাব মানবতার। অভাব স্বার্থহীন মানুষের।
তখন একটাই জবাব খুঁজে পাই, ধৈর্য ধরে আর সৎপথ অবলম্ব করে কোনরকম বেঁচে থাকো, তাতেই শান্তি এবং জীবনটাও হয় নিরাপদ।
loading...